Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনার উপকার করলো নাইজেরিয়া


২২ জুন ২০১৮ ২২:৫৫ | আপডেট: ২৩ জুন ২০১৮ ১০:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক ।।

নাইজেরিয়া-আইসল্যান্ডের মধ্যকার ম্যাচ হলেও এই ম্যাচে চোখ রেখেছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ড্র আর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পরাজয় কঠিন সমীকরণের দিকে ঠেলে দিয়েছে গ্রুপ ‘ডি’তে থাকা মেসি-আগুয়েরো-হিগুয়েনদের। প্রার্থণা করা আর্জেন্টাইন সমর্থকরা চেয়েছিল নাইজেরিয়ার জয়। বিরতির আগে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর নাইজেরিয়ান তারকা আহমেদ মুসার গোলে লিড নেয় নাইজেরিয়া। পরে আরও একটি গোল করেন মুসা। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নাইজেরিয়ানরা।

রাশিয়া বিশ্বকাপ আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে পিছিয়ে পড়ে নাইজেরিয়া। অন্যদিকে, আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আইসল্যান্ড। শুক্রবার (২২ জুন) ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে নাইজেরিয়া-আইসল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় ম্যাচটি।

বিজ্ঞাপন

ভলগোগ্রাদে ম্যাচের ষষ্ঠ মিনিটেই নাইজেরিয়ার রক্ষণ কাঁপিয়ে দিয়েছিল আইসল্যান্ড। সিগার্ডসনের জোরালো শট আটকাতে সমস্যায় পড়তে হয়নি নাইজেরিয়ার গোলরক্ষক ফ্রান্সিস উজোহোকে। ২১ মিনিটে গুনারাসনের জোরালো শট রুখে দেন উজোহো। পরের মিনিটে আবারো উড়ে আসা বল ক্লিয়ার করেন স্প্যানিশ ক্লাব দেপোরতিভো লা করুনার নাইজেরিয়ান গোলরক্ষক।

২৫ মিনিটের মাথায় নাইজেরিয়ার চেষ্টা ব্যর্থ হয় ফিনিশিংয়ের অভাবে। চেলসির সাবেক তারকা জন অবি মিকেলের ডিফেন্স চেঁড়া পাস থেকে বল নিজেদের দখলে নিতে পারেনি আইসল্যান্ডের বক্সে ছড়িয়ে থাকা নাইজেরিয়ার খেলোয়াড়রা। ৩২ মিনিটে নাইজেরিয়ার ফ্রি-কিক পেলেও সেখান থেকে গোল আদায় করে নিতে ব্যর্থ হন ইংলিশ লিগে লিচেস্টার সিটিতে খেলা ইহেনাচো।

৩৪ মিনিটে নাইজেরিয়ার বক্সে জটলা তৈরি করেন আইসল্যান্ডের খেলোয়াড়রা। সুযোগ বুঝে শট নেন বজারনাসন, বল চলে যায় গোলবারের উপর দিয়ে। ৩৮ মিনিটে ইহেনাচোর দুর্বল ফ্রি-কিক আর্জেন্টিনাকে রুখে দেওয়া আইসল্যান্ডের ডিফেন্সে বাধা পায়। পরের মিনিটে কেনিথ ওমেরুর শট রুখে দিতে কোনো বড় পরীক্ষা দিতে হয়নি আইসল্যান্ডের গোলরক্ষক হ্যালডোরসনকে। ৪৫ মিনিটের মাথায় সিগার্ডসনের জোরালো শট নাইজেরিয়ার গোলবারের বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

বিরতির পর শুরুর মিনিটেই নাইজেরিয়া আক্রমণ চালায়। এতেবো দ্রুত গতিতে বল নিয়ে আইসল্যান্ডের ডি-বক্সের সামনে থেকে শট নেন। এবারো পস্তুত ছিলেন হ্যালডোরসন। ৪৯ মিনিটের মাথায় লিড নেয় নাইজেরিয়া। আফ্রিকান ঈগলদের হয়ে গোল করেন লিচেস্টার সিটিতে খেলা আহমেদ মুসা (১-০)। ভিক্টোর মোসেসের অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি। প্রায় মাঝমাঠ থেকে উড়ে আসা বল দারুণভাবে নিজের নিয়ন্ত্রণে নেন মুসা, সময়ক্ষেপণ করেননি, শট নেন আইসল্যান্ডের জাল লক্ষ্য করে। এবারে ব্যর্থ হন আগের ম্যাচে মেসির পেনাল্টি শট রুখে দেওয়া হ্যালডোরসন।

৫৮ মিনিটে আবারো নাইজেরিয়ার আক্রমণ, এবারে আইসল্যান্ডের বক্সের বাইরে থেকে গতিসম্পন্ন শট নেন এনদিদি। দারুণভাবে কর্নারের বিনিময়ে বল ক্লিয়ার করেন হ্যালডোরসন। ৬৪ মিনিটের মাথায় সেট পিস থেকে গোলের সুযোগ নষ্ট করে আইসল্যান্ড। ৬৭ মিনিটে জিনলাসনের জোরালো শট নাইজেরিয়ার গোলবারের উপর দিয়ে বেরিয়ে যায়।

৭১ এবং ৭২ মিনিটে দুটি সুযোগ নষ্ট করে নাইজেরিয়া। প্রথমে বালোগানের হেড গোলবারের উপর দিয়ে চলে যায়, দ্বিতীয়বার আহমেদ মুসা জোরালো শট নিলেও সেটা আইসল্যান্ডের গোলবারের বাইরে দিয়ে চলে যায়। তবে, ৭৫ মিনিটের মাথায় মুসাকে আটকানো যায়নি। দারুণভাবে আইসল্যান্ডের ডি-বক্সে বল নিয়ে প্রবেশ করেন তিনি। গোলরক্ষক হ্যালডোরসন ঝাঁপিয়ে পড়লেও মুসার পা থেকে বল কেড়ে নিতে পারেননি। দুই ডিফেন্ডার দাঁড়িয়ে যান গোলপোস্টের নিচে। গোলরক্ষকের ভূমিকায় দু’জন দাঁড়ালেও মুসা ঠান্ডা মাথায় তাদের পাশ দিয়ে আইসল্যান্ডের জালে বল জড়িয়ে দেন (২-০)।

৮১ মিনিটে পেনাল্টির আবেদন করে আইসল্যান্ড। ভিডিও রেফারির নির্দেশে পেনাল্টিও পায় তারা। শট নিতে আসেন সিগার্ডসন। নাইজেরিয়ার গোলরক্ষক উজোহো বলের বিপরীতে ঝাঁপ দেন, তবে সিগার্ডসন বল পাঠিয়ে দেন পোস্টের কোনাকুনি দিয়ে জালের বাইরে। ফলে, ব্যবধান কমানো হয়নি আইসল্যান্ডের। উল্টো আরও দুটি সুযোগ নষ্ট করে নাইজেরিয়া। বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকান ঈগল খ্যাত নাইজেরিয়া।

পরের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে নাইজেরিয়া আর ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে আইসল্যান্ড। শেষ ষোলোতে যেতে আর্জেন্টিনার সেই ম্যাচে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর