চ্যাম্পিয়নস ট্রফি জিতে কত টাকা পেল ভারত?
১০ মার্চ ২০২৫ ০০:২২ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ০০:৩৯
নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতল ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের দেয়া ২৫২ রানের লক্ষ্য এক ওভার হাতে রেখে ৬ উইকেট হারিয়ে টপকে গেল রোহিত শর্মার দল। এই জয়ে বাকি সবাইকে ছাপিয়ে এখন চ্যাম্পিয়নস ট্রফির সর্বোচ্চ ট্রফি ভারতের দখলে। ঐতিহাসিক এই জয় শেষে ট্রফির সাথে ভারত ক্রিকেট দলের অ্যাকাউন্টেও যাচ্ছে মোটা অংকের অর্থ।
এবার চ্যাম্পিয়নস ট্রফির আগে গত আসরের থেকে ৫৩% প্রাইজমানি বাড়িয়েছে আইসিসি। সেই হিসেবে চ্যাম্পিয়ন হওয়াতে সবচেয়ে বেশি পাচ্ছেন রোহিত-কোহলিরাই। মোট প্রাইজমানি ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৩ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৯১৪ টাকা।
যেখান থেকে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৭ কোটি ২২ লাখ ৪৩ হাজার ৭৯ টাকা। এর সাথে যুক্ত হচ্ছে টুর্নামেন্টের অংশগ্রহন বাবদ ১ কোটি ৫১ লাখ ৯২ হাজার ১৩৬ টাকা। গ্রুপ পর্বের সব ম্যাচ জেতায় ৩৪ হাজার ডলার করে তিন ম্যাচের হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী পাবে ১ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৭৮২ টাকা। সব মিলিয়ে ভারতের প্রাইজমানি দাঁড়াচ্ছে ২৯ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৯৯৮ টাকা, বাংলাদশি যা প্রায় ৩০ কোটি টাকা।
রানার আপ হয়ে নিউজিল্যান্ড পাচ্ছে ১৩ কোটি ৬১ লাখ ২১ হাজার ৫৩৯ টাকা। অংশগ্রহণের পুরস্কার হিসেবে আরও ১ কোটি ৫১ লাখ ৯২ হাজার ১৩৬ টাকা। আর গ্রুপ পর্বে নিউজিল্যান্ড জিতেছে দুটি ম্যাচ, সেই হিসেবে তাদের ম্যাচ জেতার পুরস্কার ৬৮ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮২ লাখ ৬৪ হাজার ৫২২ টাকা। সব মিলিয়ে নিউজিল্যান্ড দল পাবে ১৫ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ১৯৭ টাকা।
এদিকে কোনো ম্যাচ না জিতেও সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ পাচ্ছে ৫ কোটি ৭৩ লাখ ৯২ হাজার টাকা। অংশগ্রহণের পুরস্কার ও টুর্নামেন্টের ষষ্ঠ দল হিসেবে সম্মিলিত এই পুরস্কার পাচ্ছে বাংলাদেশ দল।
সারাবাংলা/জেটি
আইসিসি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ভারত ক্রিকেট দল রোহিত শর্মা