১০ ওভারেই রূপগঞ্জকে জেতালেন তামিম-সাইফ
১০ মার্চ ২০২৫ ১৩:০৪
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আরেকটা দাপুটে জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১০ উইকেটে হারিয়েছিল দলটি। আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবকেও একই ব্যবধানে উড়িয়ে দিল।
আগে বোলিং করে শাইনপুকুরকে মাত্র ৬৯ রানেই গুটিয়ে দেয় লিজেন্ডস অব রূপগঞ্জের বোলিং ডিপার্টমেন্ট। পরে রূপগঞ্জের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান ৯.৩ ওভারেই দলের জয় নিশ্চিত করেছেন।
সোমবার (১০ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬৯ রানের জবাব দিতে নেমে শাইনপুকুরের বোলারদের কোনো সুযোগই দেননি তামিম-সাইফ। তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ৪টি চার ১টি ছয়ে ২০ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন। অপর ওপেনার সাইফ হাসান ৩৭ বলে ৪টি চার ২টি ছক্কায় ৩৯ রান করে অপরাজিত।
আগে বোলিং করতে নেমে শুরু থেকেই শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ভুগিয়েছে রূপগঞ্জের বোলররা। ওপেনার মইনুল ইসলাম তন্ময়কে দিয়ে শুরু। শেখ মেহেদীর বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৮ রান করেছেন তন্ময়। তিনিই শেষ পর্যন্ত শাইনপুকুরের হয়ে সর্বোচ্চ স্কোরার!
তিনে নামা আরিফ সরকার দাঁড়াতেই পারেননি। খানিক বাদে শাইনপুকুরের অপর ওপেনার নিয়ন জামানকেও ফেরান শেখ মেহেদী। ১৪ রান করা নিয়নকে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ বানান তিনি।
তানভির ইসলামের বলে রহিম আহমেদ সরাসরি বোল্ড হলে ৪০ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় শাইনপুকুর। সেখান থেকে দলকে আর কেউ টেনে তুলতে পারেনি। ফারজান আহমেদ ও আল ফাহাদের ব্যাট থেকে আসে ১০ রান। ২৫.৫ ওভারে ৬৯ রানে গুটিয়ে যায় শাইনপুকুর।
রূপগঞ্জের হয়ে রেজাউর রহমান রাজা ও তানভির ইসলাম ৩টি করে উইকেট নিয়েছেন। দুই উইকেট নিয়েছেন শেখ মেহেদী।
সারাবাংলা/এসএইচএস