Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফিতে রোহিতই যেখানে প্রথম অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৫ ১৫:১৮ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৫:২৭

প্রথম অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের সেরা হয়েছেন রোহিত শর্মা

এখন পর্যন্ত ক্রিকেট বিশ্ব দেখেছে ১৩টি ওয়ানডে বিশ্বকাপ, নয়টি চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির এই ২২টি ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন ভিন্ন ভিন্ন ক্রিকেটার। কিন্তু যদি প্রশ্ন করা হয়, কজন অধিনায়ক আইসিসির ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন, সেক্ষেত্রে সংখ্যাটা কমে আসবে চার জনে। আরও নির্দিষ্ট করে কেবল যদি চ্যাম্পিয়নস ট্রফির কথা জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রে সংখ্যাটা এক। গতকাল (রবিবার) চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল শেষ হওয়ার আগ পর্যন্ত যেটা ছিল শূন্য।

বিজ্ঞাপন

দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতল ভারত। ভারতের এই শিরোপা জেতার ম্যাচে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ৮৩ বলে করেছেন ৭৬ রান, সাত চার আর তিন ছক্কায়। সংখ্যার বিচারে সাধারণ একটা ইনিংস মনে হতেই পারে। তবে এর যে সুদূরপ্রসারী প্রভাব পড়েছে ভারতের ব্যাটিংয়ে, সেটা টের পাওয়া গেছে রোহিত আউট হওয়ার পরে।

শুরুতেই নিজের উইকেটের পরোয়া না করে অমন মারাকাটারি ব্যাটিংয়ে দলের রান এগিয়ে না নিলে ফলাফল হয়তো ভিন্নও হতে পারতো। রোহিতের সেই সেলফলেস এপ্রোচ আর সাহসী ব্যাটিংয়ের ইম্প্যাক্টেই ভারতের জয়ের পথটা সহজ হয়েছে। শিরোপা জেতা ফানালে  হয়েছেন ম্যাচ সেরাও। তাও চ্যাম্পিয়নস ট্রফির ২৭ বছরের ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে। রোহিতের আগে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের সেরা ক্রিকেটার হতে পারেননি আর কোনো অধিনায়কই।

তবে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তিনজন অধিনায়ক হয়েছেন ম্যাচ সেরা। ১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্লাইভ লয়েড, ২০০৩ বিশ্বকাপে রিকি পন্টিং ও ২০১১ বিশ্বকাপের ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ভারত ক্রিকেট দল রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর