Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়ন হয়েও বন্ধুর জন্য মন খারাপ কোহলির

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৫ ১৬:২২

দ্বিতীয়বার চ্যাম্পিয়নস ট্রফি জিতলেন বিরাট কোহলি

নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতল ভারত, বিরাট কোহলি জিতলেন তার দ্বিতীয় চ্যাম্পিয়নস ট্রফি। সব মিলিয়ে আইসিসি ইভেন্টে চতুর্থবারের মতো কোহলি সাক্ষী হলেন ভারতের শিরোপা জয়ের। দুবাইয়ে দারুণ সেই জয়ের পরেও খানিকটা মন খারাপ ছিল তার। কারণ? প্রতিপক্ষে ছিলেন তার বন্ধু কেইন উইলিয়ামসন, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। এর আগেও যিনি দুটো ওয়ানডে টুর্নামেন্টের ফাইনাল হেরেছেন।

বিজ্ঞাপন

২০১৫ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে রানার আপ হয়েছিল নিউজিল্যান্ড। উইলিয়ামসনও ছিলেন সেই ম্যাচে। ২০১৯ বিশ্বকাপের ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের সেই বিখ্যাত ফাইনালে উইলিয়ামসন ছিলেন কিউইদের অধিনায়ক। সেই ম্যাচের পর শূন্য দৃষ্টিতে তার তাকিয়ে থাকার ছবিটা হৃদয় ছুঁয়ে গেছে অনেকেরই। আর এবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালও হারলেন ভারতের বিপক্ষে।

কোহলিও হেরেছেন বেশ কয়টা আইসিসি ইভেন্টের ফাইনাল।  এমনকি উইলিয়ামসনের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষেও বড় দুটো ম্যাচ হেরেছেন কোহলি। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল, একই বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত হারে কিউইদের কাছে। তাই রানার আপ হওয়া কিংবা নক আউট ম্যাচে পরাজিত হওয়ার বেদনাটাও ভালোই বুঝতে পারেন তিনি।

ম্যাচ শেষে ব্রডকাস্টার সাইমন ডুলকে দেয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘উইলিয়ামসন আমার খুব কাছের বন্ধু। ওকে হারতে দেখে খারাপই লাগছে আসলে। তবে আমিও বেশ কয়েকবার পরাজিত দলে ছিলাম, যখন সে ছিল জয়ী দলে। সব মিলিয়ে আমাদের মধ্যে কেবল ভালোবাসাটাই আছে।’

কোহলি-উইলিয়ামসনের বন্ধুত্বের শুরু অবশ্য ২০০৮ সাল থেকে। সেই বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুজনই নেতৃত্ব দিয়েছেন নিজেদের দেশকে। কোহলির অধিনাওক্ত্বে ভারত জিতেছিল সেবারের যুবাদের বিশ্বকাপ।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ কেইন উইলিয়ামসন বিরাট কোহলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর