Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, মাহমুদউল্লাহর নাম প্রত্যাহার

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ২০:২৪ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ২২:২২

১ বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ  ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই চুক্তির মেয়াদকাল গত ১ জানুয়ারী থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। বিজ্ঞপ্তিকে বলা হয়েছে- চুক্তিতে নাম না রাখার অন্য বিসিবির  ক্রিকেট অপরারেশন্স কমিটিকে অনুরোধ করেছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। সে হিসেবে ১ মার্চ থেকে চুক্তিতে থাকছেন না মাহমুদউল্লাহ।

বিজ্ঞাপন

আর সম্প্রতি ওয়ানডে ফরম্যাটকে বিদায় বলে দেওয়া মুশফিকুর রহিম আছেন ‘এ’ ক্যাটাগরিতে। চুক্তিতে নেই সাকিব আল হাসানের নাম।

চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। এই ক্যাটাগরিতে মাসিক বেতন ১০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে মুশফিকের সঙ্গে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস। এই ক্যাটাগরির মাসিক বেতন ৮ লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, ও নাহিদ রানা। এই ক্যাটাগরির বেতন ৬ লাখ টাকা। ক্যাটাগরি ‘সি’তে আছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী। তাদের বেতন মাসিক ৪ লাখ টাকা।

‘ডি’ ক্যাটারতিতে আছেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। তারা পাবেন প্রতি মাসে ২ লাখ টাকা করে।

সারাবাংলা/এসএইচএস

বিসিবি মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর