সন্ধ্যায় মুখোমুখি বেলজিয়াম-তিউনিসিয়া
২৩ জুন ২০১৮ ১০:৫২
স্পোর্টস ডেস্ক ।।
গ্রুপ ‘জি‘ এর আজকের ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়ার আর তিউনিসিয়া। নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। অপরদিকে, ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরেছে তিউনিসিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বেলজিয়াম-তিউনিসিয়া মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে মুখোমুখি হবে।
কাগজে কলমে এই বেলজিয়ামকে ধরা উচিত বিশ্বকাপের বড় দাবিদার। যে দলের গোলরক্ষক কোর্তোয়া, রক্ষণে আছেন কোম্পানি, মধ্যমাঠে ডি ব্রুইনদের সাথে আক্রমণে হ্যাজার্ড, লুকাকু; সে দলের সামর্থ্য নিয়ে কেউ প্রশ্ন তুলবেন না। এই বেলজিয়াম এতোটাই শক্তিশালী, তাতে জায়গা হয়নি রোমার হয়ে দারুণ খেলা মিডফিল্ডার নাইঙ্গোলানের। বাছাইপর্বে অবশ্য দুর্দান্ত খেলেই রাশিয়ায় এসেছে বেলজিয়াম।
বিশ্বকাপে ১২ বার অংশ নিয়ে একবার সেমিফাইনালে খেলেছিল বেলজিয়াম। প্রথম অংশগ্রহণ ১৯৩০ বিশ্বকাপে আর শেষ অংশগ্রহণ ২০১৪ সালে। তবে, বেলজিয়ামের সেরা অর্জন চতুর্থ স্থান (১৯৮৬ সাল)।
এদিকে, কার্থেজ ঈগল খ্যাত তিউনিসিয়া ১২ বছর পর আবার ফিরেছে বিশ্বকাপে। এর আগেও চার বার তারা বিশ্বকাপ খেলেছে, কিন্তু কখনো পার হতে পারেনি প্রথম রাউন্ডের চৌহদ্দি। এবার শেষ পর্যন্ত কতদূর যেতে পারবে বলা মুশকিল। কাগজে কলমে সেই অর্থে বড় কোনো তারকা নেই তাদের, রেনের মিডফিল্ডার ওয়াহাব খাজরিই বড় ভরসা। তবে কোচ নাবিল মালৌল দলটাকে এক সুতোয় বাঁধার কাজটা করতে পেরেছেন ভালোমতোই। তাতে তিউনিসিয়া চমকে দিতে পারে বেলজিয়ামকে।
সারাবাংলা/এমআরপি