Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুখোমুখি মেক্সিকো-কোরিয়া, জার্মানির প্রতিপক্ষ সুইডেন


২৩ জুন ২০১৮ ১১:১৫ | আপডেট: ২৩ জুন ২০১৮ ১১:৩৪

স্পোর্টস ডেস্ক ।।

জার্মানি, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া আর সুইডেন গ্রুপ ‘এফ’র চারটি দলই আজ রাতে মাঠে নামছে। নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল মেক্সিকো আর সুইডেন। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে দেয় মেক্সিকো। আর দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল সুইডেন। বাংলাদেশ সময় রাত ৯টায় রুস্তভ-ন-দন্যুতে মুখোমুখি হবে মেক্সিকো-দক্ষিণ কোরিয়া। আর রাত ১২টায় সোচিতে মুখোমুখি হবে জার্মানি-সুইডেন।

বিজ্ঞাপন

মেক্সিকো-দক্ষিণ কোরিয়া:
সবচেয়ে বেশি বার বিশ্বকাপ খেলে কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি মেক্সিকো। তবে, বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে এবার যেভাবে শুরু করেছে তাতে বলা যায় মেক্সিকানরা অনেকদূর যেতেই রাশিয়ায় গেছে। ১৫ বার বিশ্বকাপ খেলেও শিরোপার স্বাদ নেওয়া হয়নি মেক্সিকোর। গত চার বার তো তারা আটকে গেছে দ্বিতীয় রাউন্ডেই। এবার সবার ওপরে থেকেই কনকাকাফ অঞ্চল থেকে নিশ্চিত করেছে বিশ্বকাপ। রক্ষণটাই তাদের মূল শক্তি। বাছাইপর্বে তারা গোল হজম করেছে সাতটি, কনকাকাফ অঞ্চলে সবচেয়ে কম। রাশিয়া গিয়েও গোল হজম করতে হয়নি। বিশ্ব মঞ্চে দেশটির সেরা অর্জন- কোয়ার্টার ফাইনাল (১৯৭০, ১৯৮৬)।

এদিকে, দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ মানেই সেই ২০০২ সালের স্মৃতি। নিজ দেশে সেবার তারা চলে গিয়েছিল সেমিফাইনাল পর্যন্ত। এরপর প্রতিবারই তারা বিশ্বকাপ খেলেছে, তবে ২০১০ সালে দ্বিতীয় রাউন্ডে ওঠাই হয়ে থাকে সেরা সাফল্য। এশিয়া থেকে সবচেয়ে বেশি বার বিশ্বকাপে অংশ নিয়েছে কোরিয়া, তবে এবার রাশিয়ার টিকিট পেতে বিস্তর কাঠখড় পুড়িয়ে বাছাইপর্বে ১০টি ম্যাচের মাত্র চারটি জিতেছে। বাছাইপর্ব শেষের আগেই দায়িত্ব নিয়েছেন নতুন কোচ, কোরিয়ানদের আশার পালেও লেগেছে হাওয়া। সবচেয়ে বড় আশার প্রদীপ হয়ে আছেন টটেনহামের স্ট্রাইকার সন হিউং মিন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ খেললেও সুইডেনের বিপক্ষে হেরেছে ১-০ গোলে।

বিজ্ঞাপন

সুইডেন-জার্মানি:
বিশ্বকাপে ইউরোপের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি, তবে সুইডেনের সেই শৌর্য এখন অতীত। ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, এরপর ১৯৯৪ বিশ্বকাপে সেমিফাইনালে। এবার বিশ্বকাপ নিয়েই ছিল সংশয়। প্লে-অফে ইতালির বিপক্ষে দারুণ জয়ে কেটেছে রাশিয়ার টিকিট। নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে শুরু করেছে সুইডিশরা। সুইডেনের মূল ভরসা রক্ষণ। আর আক্রমণে এমিল ফর্সবার্গ তাদের সবচেয়ে বড় অস্ত্র। বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠার অভ্যাসটা তাদের ভালোই আছে, এবারও সেরকম কিছুই চাইবে।

এদিকে, জার্মানিকে নিয়ে শঙ্কায় রয়েছে দেশটির অগনিত ভক্তরা। নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলে হেরে শুরু করেছে জোয়াকিম লো‘র শিষ্যরা। তবে, বিশ্বকাপের সবচেয়ে সফলতম দলগুলোর একটি জার্মানি। সর্বশেষ চার আসরে অন্তত সেমিফাইনাল খেলেছে, এবারও যে তেমন কিছু হবে সেটা নিয়ে বাজি ধরার লোক কম নয়। মেসুত ওজিল, টনি ক্রুস, টিমো ভার্নার, মারিও গোমেজরা নিজেদের দিতে গুড়িয়ে দিতে পারে বিশ্বসেরা অন্য দলগুলোকে। তবে, ছন্দে থাকা সুইডেনের বিপক্ষে কী ঘটতে যাচ্ছে সেটা দেখতে অপেক্ষায় থাকতে হচ্ছে গভীর রাত পর্যন্ত।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর