Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেভাবে শেষ ষোলোতে যেতে পারে আর্জেন্টিনা


২৩ জুন ২০১৮ ১১:৪০ | আপডেট: ২৩ জুন ২০১৮ ১৩:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক ।।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারার পরও বিশ্বকাপ সম্ভাবনা শেষ হয়ে যায়নি আর্জেন্টিনার। তার ওপর গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে নাইজেরিয়া বরং উপকার করে দিয়েছে আর্জেন্টিনার। টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই শেষ ষোলো নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।

শেষ ম্যাচে এখন নাইজেরিয়াকে শুধু হারালেই হবে না, অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করতে হবে আর্জেন্টিনাকে। দুই ম্যাচে ক্রোয়েশিয়ার পয়েন্ট ৬, আর্জেন্টিনার ১। আর দুই ম্যাচ করে খেলে আইসল্যান্ডের ১, নাইজেরিয়ার ৩। গ্রুপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ আইসল্যান্ড, আর্জেন্টিনার প্রতিপক্ষ নাইজেরিয়া। আগামী ২৬ জুন একই সময় শুরু হবে ভিন্ন এই দুটি ম্যাচ।

বিজ্ঞাপন

পরিস্থিতি ১: যদি আইসল্যান্ড শেষ ম্যাচে জেতে তাহলে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে আর্জেন্টিনাকে। তখন আইসল্যান্ড-আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়াবে ৪। সামনে চলে আসবে গোল ব্যবধান।

পরিস্থিতি ২: আইসল্যান্ডকে শেষ ম্যাচে ক্রোয়েশিয়া হারিয়ে দিলে আর নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতে গেলে ম্যারাডোনা-বাতিস্তুতাদের উত্তরসূরিদের নক আউট পর্বে যেতে কোনো সমস্যাই থাকবে না। তখন ক্রোয়েশিয়া ৯, আর্জেন্টিনা ৪, নাইজেরিয়া ৩ আর আইসল্যান্ড ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করবে।

পরিস্থিতি ৩: আইসল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচ ড্র হলেও সুযোগ থাকবে আর্জেন্টিনার। সেক্ষেত্রে নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনাকে। তখন ক্রোয়েশিয়ার পয়েন্ট হবে ৭, আর্জেন্টিনার ৪, নাইজেরিয়ার ৩ আর আইসল্যান্ডের ২।

গ্রুপ ‘ডি’র পয়েন্ট টেবিল:

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর