এপ্রিলে শ্রীলংকা যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ২৩:৪৪
১১ মার্চ ২০২৫ ২৩:৪৪
ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগামী এপ্রিল-মে মাসে শ্রীলংকায় গিয়ে ছয়টি ওয়ানডে খেলবে বাংলাদেশ যুব দল। শ্রীলংকা যুব দলের বিপক্ষে সিরিজের সবগুলো ম্যাচই হবে হাম্বানটোটা স্টেডিয়ামে।
২৪ এপ্রিল ওয়ার্মআপ ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশের। সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৬ এপ্রিল। ২৪ এপ্রিল হবে দ্বিতীয় ওয়ানডে।
এরপর ১ মে তৃতীয়, ৩ মে চতুর্থ, ৬ মে পঞ্চম ও ৮ মে ষষ্ঠ ওয়ানডে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৯ মে বাংলাদেশ ফেরার কথা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের।
উল্লেখ্য, আগামী বছর মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপ হবে জিম্বাবুয়ে ও নাবিবিয়াতে। বিশ্বকাপের আগে যুব দলকে বিভিন্ন দলের বিপক্ষে সিরিজ খেলানোর পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
সারাবাংলা/এসএইচএস