সেরাটা দিতে পারলে কোনো দল আমাদের সামনে দাঁড়াতে পারবে না: রিশাদ
১১ মার্চ ২০২৫ ২৩:৫৬ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ০০:০৩
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন রিশাদ হোসেন। এখন পর্যন্ত এক ম্যাচ খেলা রিশাদ উইকেট পেয়েছেন ৩টি। তার দল প্রাইম ব্যাংক খেলেছেন তিন ম্যাচ। তাতে জয় একটি। রিশাদ বলছেন, দল হিসেবে তারা দারুণ ব্যালেন্সড। সেরাটা খেলতে পারলে অন্য কোনো দল দাঁড়াতে পারবে না প্রাইম ব্যাংকের সামনে।
আজ মঙ্গলবার (১১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা। আগামীকাল বিকেএসপিতে তারা মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জের। অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছন রিশাদ।
এক প্রশ্নের জবাবে জাতীয় দলের তরুণ এই লেগস্পিনার বলেন, ‘আমার মনে হয় যে দল হিসেবে আমরা শতভাগ ব্যালেন্সড আছি। ব্যাটিং-বোলিং বা সব মিলিয়ে সবাই যদি সবার সেরাটা দিতে পারি তাহলে কোনো দল আমাদের সঙ্গে দাঁড়াতে পারবে না আশা করি।’
সতীর্থদের দল হিসেবে খেলার বার্তা দিয়েছেন রিশাদ। বলেছেন, ‘(সতীর্থদের প্রতি) আমার মেসেজ একটাই থাকবে যেন আমরা সবাই এক হয়ে খেলতে পারি। আমরা ১১ জন যেন মাঠে শতভাগ দিই। যে যার প্রসেসে খেললে ইনশাআল্লাহ (ভালো ফলাফল) হবে।’
সম্প্রতি দারুণ ফর্মে আছেন রিশাদ। এবারের প্রিমিয়ার লিগে লক্ষ্য কি? এমন প্রশ্নে রিশাদ বলেন, ‘আমি যখন যেখানে খেলি, জাতীয় দল বা যেখানেই খেলি না কেন, আমার একটা ইচ্ছা থাকে যেন দলের জন্য খেলতে পারি। দলকে যেন জেতাতে পারি সেরকম আমার লক্ষ্য থাকে। দলের জন্য যেন নিজের পুরোটা দিতে পারি।’
সারাবাংলা/এসএইচএস