Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাব্বির স্পিন জাদুতে আবাহনীর হ্যাটট্রিক জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৫:৩৯

রাব্বির ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিতল আবাহনী

হঠাৎ কী যেন হয়ে গেল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের! তিন দিন আগে যে মাঠে রেকর্ড ৪২২ রান তুলেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, সেখানেই পরপর দুদিন ম্যাচ ফুরিয়ে গেল দুপুর গড়াতেই।  দুদিন আগে শাইনপুকুর অল আউট ৬৯ রানে। আজ (বুধবার) আবাহনীর বিপক্ষে পারটেক্স করতে পারল না ১০০ রানের বেশি। মাহফুজুর রহমান রাব্বির ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর ৩৬ ওভার হাতে রেখে ৮ উইকেটে জিতল আবাহনী।

বিজ্ঞাপন

হার দিয়ে এবারের মৌসুমের ডিপিএল শুরু করা আবাহনী জিতল টানা তিন ম্যাচ, চার রাউন্ড শেষে পারটেক্সের তৃতীয় হার এটি।১০১ রানের ছোট লক্ষ্য তাড়ায় নেমে ম্যাচ জিততে সময় নেয়নি আবাহনী। পারভেজ হোসেন ইমনের অপরাজিত ফিফটির সাথে মোসাদ্দেকের ৩৭* রানের ইনিংসে ২ উইকেট হারিয়ে জিতে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এর আগে জিশান আলম ফিরেছেন ৬ রানে, তিনে নেমে মুমিনুল করেছেন ২ রান।

বিজ্ঞাপন

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পারটেক্স। শুরুর ধাক্কা দলটি সামলে ওঠে জয়রাজ শেখ আর অধিনায়ক সাব্বির রহমানের ৫৫ রানের জুটিতে। এরপর সেখানেই ম্যাচ থেকে ছিটকে যায় পারটেক্স। ৩৫ রানের ব্যবধানে পড়ে যায় শেষ ৯ উইকেট। রাব্বির অবদান যেখানে ১৮ রান দিয়ে ৫ উইকেট। দুটি করে উইকেট নেন রকিবুল হাসান ও মোসাদ্দেক হোসেন।

মূল ধ্বসটা রাকিবুল-সৈকতরা মিলে নামানোর পর শেষটা করেছেন বাঁহাতি রাব্বি। ৯ ওভার বল করে দুই মেইডেনসহ ১৮ রানে নেন পাঁচ উইকেট, ৫৪ বলের মধ্যে ৪৩টিই দিয়েছেন ডট।

সারাবাংলা/জেটি

আবাহনী ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নাজমুল হোসেন শান্ত মোসাদ্দেক হোসেন সৈকত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর