বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দলে ইশামা
১৩ মার্চ ২০২৫ ১১:৫৬
ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য মেয়দের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অধিনায়ক যথারীতি নিগার সুলতানা জ্যোতি। ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন নতুন মুখ ইশামা তানজিম।
এখনো ওয়ানডে অভিষেক হয়নি ইশামার। তবে সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করেছেন। শেলটেক ক্রিকেট একাডেমির হয়ে ৭ ম্যাচে ৪৮ হগড়ে ৩৩৬ রান করেছেন এই ওপেনার।
প্রিমিয়ার লিগে ভালো করে দলে ঢুকেছেন রিতু মনি ও জান্নাতুল ফেরদৌস সুমনাও। দলে জায়গা হারিয়েছেন ওপেনার মুর্শিদা খাতুন।
আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। বিশ্বকাপ খেলতে বাছাই পর্ব পেরুতে হবে বাংলাদেশ নারী দলকে। এপ্রিলে পাকিস্তানের লাহোরে শুরু হবে মেয়েদের বিশ্বকাপের বাছাইপর্ব। সেখানে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।
বাছাই পর্ব পেরিয়ে দুটি দল বিশ্বকাপের টিকিট পাবে। সে হিসেবে বাংলাদেশের কাজটা কঠিনই। ৫ এপ্রিল স্কটল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাংলাদেশ নারী দলের ওয়ানডে স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মুশতারি, স্বর্ণা আক্তার, দিলারা, জান্নাতুল ফেরদৌস সুমনা, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক পিংকি, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার, রিতু মনি।
সারাবাংলা/এসএইচএস