মাহমুদউল্লাহর অবসরে তামিম বললেন- অনুপ্রেরণা, সাকিব বললেন- ঋণী
১৩ মার্চ ২০২৫ ১৫:৪০
বাংলাদেশ জাতীয় দলে মাহমুদউল্লাহ রিয়াদ অধ্যায়টা শেষ হয়ে গেছে গতকাল। সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়ে দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বিদায় ঘোষণার পর মাহমুদউল্লাহরকে স্মরণ করছেন সতীর্থরা, শুভ কামনা জানিয়েছেন।
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে মাহমুদউল্লাহকে। তামিম ইকবাল বলেছেন, মাহমুদউল্লাহ অনেকের জন্য অনুপ্রেরণার। আর সাকিব আল হাসান লিখেছেন, মাহমুদউল্লাহর কাছে বাংলাদেশ ক্রিকেট ঋণী।
মাহমুদউল্লাহর জন্য মাশরাফি বিন মুর্তজা তার ফেসবুক পেজে লিখেছেন, ‘দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলো আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক ওপরে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি।’
‘মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়! অ্যাডিলেইড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ। তবে আশা করি, তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে। বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম। ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলো উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে, এই কামনা থাকল।’ যোগ করেছেন মাশরাফি।
তামিম ইকবাল তার ফেসবুক পেজে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে লিখেছেন, ‘বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন রিয়াদ ভাই। আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠ ও মাঠের বাইরে আপনি আমাদের অনেকের অনুপ্রেরণা। আপনার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার স্মৃতিগুলো মনে পড়বে। দেশের ক্রিকেটে অবদানের জন্য আপনাকে ধন্যবাদ এবং আগামী দিনগুলোর জন্য শুভকামনা।’
মাহমুদউল্লাহকে শুভ কামনা জানিয়ে সাকিব আল হাসান লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।’
২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে কলম্বোতে ওয়ানডে অভিষেক মাহমুদউল্লাহর। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৪৩০টি। আর আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন ২৩৯টি। ৩৬.৪৬ গড়ে ৫ হাজার ৬৮৯ রান করেছেন মাহমুদউল্লাহ। সেঞ্চুরি ৪টি, হাফ সেঞ্চুরি ৩২টি। পাশাপাশি বল হাতে ৮২ উইকেট নিয়েছেন ডানহাতি এই ক্রিকেটার।
সারাবাংলা/এসএইচএস