এক নজরে মাহমুদউল্লাহর যত রেকর্ড
১৩ মার্চ ২০২৫ ১৪:৪৯ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৪:৫৩
২০০৭ সালের শুরু হওয়া মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্যারিয়ার এসে থামল ২০২৫ সালে। বাংলাদেশের হয়ে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে খেলেছেন ৪৩০ ম্যাচ, করেছেন ১১ হাজারের বেশি রান, নিয়েছেন ১৬৬টি উইকেট। সবই থেমে গেল এক লহমায়,।গতকাল ফেসবুক পেইজ থেকে মাহমুদউল্লাহর অবসরের ঘোষণা আসার পর থেকে মাহমুদউল্লাহ হয়ে গেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার।
টেস্ট আর টি-টোয়েন্টি ছেড়েছিলেন আগেই। ২০২১ সালে খেলেছেন সর্বশেষ টেস্ট, টি-টোয়েন্টি ছেড়েছেন গত বছরের অক্টোবরে ভারত সফরে। এরপর থেকে কেবল ওয়ানডেটাই চালিয়ে যাচ্ছিলেন ডানহাতি এই ব্যাটার।
এই তিন ফরম্যাটেই বেশ কিছু রেকর্ড গড়েছেন মাহমুদউল্লাহ। এক নজরে দেখে নিন সেসব-
ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক (৫৬৮৯)
টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (২৪৪৪)
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার (১৪১ ম্যাচ)
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা (১০৭ ও ৭৭)
ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার
আইসিসি ইভেন্টে মিডল অর্ডার ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরি (৪)
সারাবাংলা/জেটি