Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্য হান্ড্রেডে অবিক্রিত সাকিব-রিশাদরা

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৫ ১৬:৫৭

রিশাদ হোসেন ও সাকিব আল হাসান । ফাইল ছবি।

চলতি বছরের ৫ আগস্ট পর্দা উঠতে যাচ্ছে ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’-এর পঞ্চম আসরের। আজ অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে নাম দিয়েছেন ১৮টি দেশের ৩৪৮জন ক্রিকেটার। তালিকায় থাকা সাকিব আল হাসান-রিশাদ হোসেনসহ ২৯ বাংলাদেশি ক্রিকেটারের কেউই দল পাননি ডড়ফাট থেকে। ড্রাফটে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তি মূল্য ছিল সাকিব আল হাসানের।

বিজ্ঞাপন

বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকার পরেও সাকিবের জায়গা হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমুল্যের ক্যাটাগরিতে। ১ লাখ ২৯ হাজার পাউন্ড এই বাঁহাতি অলরাউন্ডারের ভিত্তিমূল্য। ৬৩ হাজার পাউন্ড ভিত্তিমুল্য ক্যাটাগরিতে তালিকাভূক্ত হন লেগ স্পিনার রিশাদ হোসেন। ৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্য লিটন দাস, তাওহিদ হৃদয় ও শেখ মাহেদী হাসানের।

তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলামরা আছেন ৪১ হাজার ৫০০ পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। তবে নির্দিষ্ট ভিত্তিমুল্য নেই এমন ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের আরও ২০ জন ক্রিকেটার।

৮ দল মিলিয়ে বিদেশিদের জন্য ফাঁকা ছিল কেবল ১০টি স্লট। সবচেয়ে বেশি ৭০ জন ক্রিকেটার নাম দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে। ৫৭ জন দক্ষিণ আফ্রিকার, নিউজিল্যান্ড ও পাকিস্তান থেকে নাম দিয়েছেন যথাক্রমে ৪৭ ও ৪৫ জন ক্রিকেটার।

এর বাইরে আফগানিস্তান, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, শ্রীলংকা, আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের ক্রিকেটাররাও নাম নিবন্ধন করেছেন হান্ড্রেড-এর ড্রাফটে।

দ্য হান্ড্রেড ড্রাফটে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা-

সাকিব আল হাসান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, শেখ মাহেদী হাসান, তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, ইবাদত হোসেন চৌধুরি, জাকির হাসান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

'দ্য হান্ড্রেড' রিশাদ হোসেন সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর