আর্জেন্টিনার বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের
১৫ মার্চ ২০২৫ ১২:৪৯
দীর্ঘ ১৬ মাস পরে ফিরেছিলেন জাতীয় দলে। ব্রাজিল জাতীয় দলের জার্সিতে মাঠে নামার কথা ছিল আগামী সপ্তাহেই। কিন্তু সহসাই সেটা আর হচ্ছে না নেইমারের। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে পেশির চোটে ছিটকে গেছেন এই তারকা। শুক্রবার দিবাগত রাতে সিবিএফ আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে নেইমারের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন এনড্রিক।
সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছেন নেইমার। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ২-০ ব্যবধানে হারা সেই ম্যাচে মাঠে ছিলেন মোট ৪৫ মিনিট। তার সাম্প্রতিক ফর্মও বেশ আশা জাগিয়েছিল ব্রাজিলের জন্য। শৈশবের ক্লাব সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান লিগে ৭ ম্যাচে ৩টি করে গোল আর অ্যাসিস্ট তার।
নেইমারের ছিটকে যাওয়া নিয়ে ব্রাজিল দলের কোচ দরিভাল জুনিয়র বলেন, ‘স্কোয়াড ঘোষণার পর জাতীয় দলের মেডিকেল বিভাগ আমাদের সব খেলোয়াড়, বিশেষ করে ফ্লামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির এডারসনের শারীরিক অবস্থা সম্পর্কে জানাচ্ছিল। মূল্যায়ন শেষে এই তিনজনের বদলি হিসেবে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনড্রিককে দলে ডাকা হয়েছে।’
আগামী ২১ মার্চ ঘরের মাঠে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া। ২৬ মার্চ বুয়েনোস এইরেসে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে অ্যাওয়ে ম্যাচে। ল্যাটিন আমেরিকার বাছাই পর্বের টেবিলে ১২ রাউন্ড শেষে পঞ্চম অবস্থানে ব্রাজিল। ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ কলম্বিয়া ও ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা।
সারাবাংলা/জেটি