Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামজাকে বরণ করতে প্রস্তুত বাফুফে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৪:৫৪

এশিয়ান কাপ বাছাই পর্বের বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে আছেন হামজা চৌধুরী

অপেক্ষা আর মাত্র কয়টাদিনের। জাতীয় দলের সাথে যোগ দিতে বাংলাদেশে আসছেন হামজা চৌধুরী। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে তার। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা এই মিডফিল্ডারকে বরণ করতে সব ধরণের প্রস্তুতিই নিয়ে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

হামজা দেশে আসার পর খুব বেশি সময় পাবেন না, তাই থাকছে না কোনো সংবর্ধনার আয়োজনও। আগামী ১৭ মার্চ সিলেট পৌঁছাবেন হামজা। সেখান থেকে ভারতের বিমান ধরা পর্যন্ত মধ্যবর্তী সময়ে তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখছে বাফুফে। হামজার যাতায়াতের জন্য একটি গাড়ি ও সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন অফিসিয়ালকে দায়িত্ব দিয়েছে বাফুফ। এই তথ্য জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।

বিজ্ঞাপন

একাধিক সংবাদ মাধ্যমকে ফাহাদ বলেন, ‘তিনি (হামজা) ১৭ তারিখে সিলেট বিমানবন্দরে নামবেন। সেই সময় তাঁকে বরণ করে নেবেন বাফুফের তিন-চারজন নির্বাহী সদস্য। এর পর তিনি চলে যাবেন হবিগঞ্জ। সেখানে যাওয়ার ট্রান্সপোর্ট বাফুফে ব্যবস্থা করেছে। তাঁর জন্য বিশেষ একটি গাড়ি ও নিরাপত্তার জন্য একজন অফিস বয় থাকবে সারাক্ষণ। প্রশাসনকেও জানানো হয়েছে।’

হামজার আগেও প্রবাসী অনেক ফুটবলার বাংলাদেশের হয়ে খেলেছেন। বর্তমান স্কোয়াডের জামাল ভূঁইয়া, তারিক কাজীরা এর মধ্যে অন্যতম। কিন্তু হামজার আগে কোনো বাংলাদেশি ফুটবলার প্রিমিয়ার লিগে খেলেননি, তাই তাকে ঘিরে উন্মাদনাও তুঙ্গে। বাফুফেও চাইছে সেই উন্মাদনাকাজে লাগাতে।

তবে সময় স্বল্পতার কারণে আপাতত হামজাকে জমকালো সংবর্ধনা দিতে পারছে না জানিয়ে ফাহাদ আরও বলেন, ‘সংবর্ধনা দেওয়ার সুযোগ নেই। সরাসরি এসে ক্যাম্পে যোগ দেবেন। যদি ১৭ তারিখ সরাসরি কিংবা ১৮ তারিখেও ঢাকায় আসতেন, তাহলে সংবর্ধনা বা অন্য কিছু দেওয়া যেত।’

সারাবাংলা/জেটি