Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমর্থকদের ভালোবাসা ‘কমাতে’ বললেন মার্কেজ


২৩ জুন ২০১৮ ১৭:০৩ | আপডেট: ২৩ জুন ২০১৮ ১৭:০৮

সারাবাংলা ডেস্ক।।

বিশ্বকাপ মানে একটা উৎসব, সব দেশের সমর্থকেরাই ভীড় করে থাকেন গ্যালারিতে। মাঠের বাইরেও দলকে তারা সমর্থন দেন, তাদের জন্য গলা ফাটান। কিন্তু কখনো কখনো সেই সমর্থন মাত্রা ছাড়িয়ে যায় কিছুটা। শেষ পর্যন্ত খেলোয়াড়দের নেমে এসে করজোড়ে বলতে হয়, ‘ভক্তরা, এবার একটু ক্ষান্ত দিন।’

মেক্সিকোর খেলোয়াড়দের ঠিক এই অভিজ্ঞতাই হয়েছে। বিশ্বকাপে প্রথম ম্যাচে জার্মানিকে হারানোর পর মেক্সিকোর ভক্তদের উচ্ছ্বাস এখন তুঙ্গে। আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে রস্তভে, সেখানে এর মধ্যেই জড়ো হয়েছেন ২০ হাজার মেক্সিকান। টিম হোটেলের বাইরে কাল থেকে জড়ো হয়েছেন তারা। নাচেগানে, উল্লাসে মাতিয়ে রেখেছেন এলাকা। এর মধ্যে এল মারিয়াচি নামের একটা ব্যান্ড শুরু করে দিয়েছেন বাজনাও। সব মিলে হোটেলের বাইরে কান পাতা চায়। তার ওপর সমর্থকদের দাবি, খেলোয়াড়দের হোটেল থেকে বেরিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে।

এত সব কিছুর মধ্যে ১০টার সময় ধৈর্যের বাধ ভেঙে গেল খেলোয়াড়দের। নিচে নেমে এলেন রাফায়েল মার্কেজ, সমর্থকদের বললেন শান্ত হতে। অনুরোধ করলেন, ‘আপনারা যে সমর্থন দিয়েছেন তাতে আমরা খুবই খুবই আনন্দিত। আমি নিজেও মনে করি এমন সমর্থন পেয়ে আমরা ধন্য। তবে এবার মনে হয় আমাদের বিশ্রামেরও সুযোগ করে দেওয়া উচিত।’

‘আগামীকাল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, আপনাদেরকে সেখানে আমাদের দরকার।’

মার্কেজের কথার পরেই অবশ্য তাকে নিয়েই আবার উল্লাস শুরু করে দিয়েছে সমর্থকেরা। নেচে গেয়ে কেউ কেউ পারলে কোলে তুলে নেয়, তার নামে স্লোগানও ধরতে থাকে। অনুরোধে শেষ পর্যন্ত কাজ হয়েছে সন্দেহ।

বিজ্ঞাপন

পরে অবশ্য মেক্সিকো দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একই অনুরোধ করা হয়েছে সবাইকে।

 

সারাবাংলা/এএম/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর