Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেমন হলো হামজা-জামালদের নতুন জার্সি?

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৪:৪০

বাংলাদেশ ফুটবল দলের নতুন অ্যাওয়ে জার্সি

বাংলাদেশ ফুটবল দলের নিয়মিত কিট নিয়মিত স্পন্সর ছিল না কখনোই।  কিন্তু বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিটি চার মাসের মধ্যেই কিট স্পন্সর নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় স্তরের ফুটবলের সকল দলের জন্য। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বাংলাদেশ ফুটবলের জন্য প্রথম অ্যাওয়ে জার্সি প্রকাশ করেছে স্পন্সর প্রতিষ্ঠান ‘দৌড়’। নতুন এই জার্সির দাম ১৪০০ টাকা। আগামী ২৫ মার্চ ভারতে বিপক্ষে এই জার্সি পরেই মাঠে নামানার কথা জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের।

জার্সির পুরোটাই করা হয়েছে লাল রং-এর ওপর। তার মাঝে জায়গা পেয়েছে বাংলাদেশের মানচিত্র, নদী, জাতীয় পতাকা ও কাঁধে জাতীয় ফুল শাপলার ডিজাইন। বুকের অংশে আছে নদীর অবয়ব, নদীমাতৃক বাংলাদেশকে ফুটিয়ে তুলতে হালকা শেডের লাল রং ব্যবহার হয়েছে। পতাকার লাল রঙের মাঝে ঠাই পেয়েছে নতুন দিনের সূর্য।  এই অ্যাওয়ে জার্সির ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার তাসমিত আফিয়াত।

বিজ্ঞাপন

গত মাসে বাংলাদেশ নারী দল আরব আমিরাতে খেলেছে দুটি প্রীতি ম্যাচ। গত ২৬ ফেব্রুয়ারি সেই সফরে নারীদের প্রথম ম্যাচ দিয়েই বাফুফের সঙ্গে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দৌড়ের। যদিও সেই সময় ]’দৌড়’ কোনো জার্সি কিংবা ট্র্যাক স্যুট সরবরাহ করেনি জাতীয় নারী ফুটবল দলকে।

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর