Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার লিগে নুরুল হাসান-সাদমানের সেঞ্চুরি, দলকে জেতালেন তরুণ আজিজুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ২১:১৯

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজ দারুণ সেঞ্চুরি করেছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম অনিক। দুজনের দলই জিতেছে। নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে দুই ম্যাচ পর জয়ে ফিরেছে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। সাদমানের সেঞ্চুরিতে জিতেছে অগ্রণী ব্যাংক। এদিকে, তরুণ আজিজুল হাকিম তামিমের দারুণ ব্যাটিংয়ে আবারও জিতেছে গুলশান ক্রিকেট ক্লাব।

বিজ্ঞাপন

গুলশান ক্রিকেট ক্লাব-পারটেক্স স্পোর্টিং ক্লাব:

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ২২১ রান তুলেছিল গুলশান ক্রিকেট ক্লাব। দলটির তরুণ অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৭৯ বল খেলে ৬টি চার ৩টি ছক্কায় ৬২ রান করেন। ৩২ রান করেছেন ইফতিখার হোসেন। পারটেক্সের হয়ে ৫৬ রানে ৩ উইকেট নেন তৌফিক আহমেদ।

পরে বল হাতেও দারুণ করেছে গুলশান ক্রিকেট ক্লাবের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৩.২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় পারটেক্স। দলটির হয়ে ৩৮ বলে সর্বোচ্চ ৩০ রান করেন রবিউল ইসলাম।

ধানমন্ডি স্পোর্টিং ক্লাব-শাইনপুকুর ক্রিকেট ক্লাব:

নুরুল হাসান সোহানের দারুণ এক সেঞ্চুরির দিনে শাইনপুকুরকে ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। টানা দুই বড় হারের পর আজ মাঠে নামা ধানমন্ডি ক্লাব আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৭৭ রান তোলে। সোহান ১৩১ বল খেলে ১৩টি চার ও ৪টি ছক্কায় ১৩২ রানে অপরাজিত ছিলেন। সানজামুর ইসলা ৫৪ বলে ৪৫ রান করেন। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয় ৩ উইকেট নেন রায়ান রাফসান।

ব্যাট হাতে রান পাওয়া সানজামুল পরে বল হাতেও ঝলক দেখিয়েছেন। ১০ ওভারে ৪৯ রান খরচ করেই ৪ উইকেট নিয়েছেন। ৩টি উইকেট পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি। এই দুজনের বোলিংয়ে ৪৫.৩ ওভারে ১৮০ রানেই গুটিয়ে যায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। দলটির পক্ষে ৭২ বলে সর্বোচ্চ ৪২ রান করেন রহিম আহমেদ।

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব -অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব:

সাদমান ইসলামের সেঞ্চুরিতে আজ ৭ উইকেটের জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৬০ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ টাইগার্স। দলটির হয়ে ১০৯ বলে সর্বোচ্চ ৮১ রান করেন ওপেনার অমিত মজুমদার। এছাড়া ৫৭ রান করেন আসাদুল্লাহ আল গালিব। অগ্রণী ব্যাংকের হয়ে রুয়েল মিয়া ও তাইবুর রহমান ৩টি করে উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

পরে জবাব দিতে নেমে ৪৪.৫ ওভারে জয় নিশ্চিত করেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ওপেনার ইমরানুজ্জামান ২৮ রান করে আউট হলে দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েসের সঙ্গে ৮৬ রানের জুটি গড়েন সাদমান ইসলাম। ইমরুল কায়েস ৫৮ বলে ৬২ রান করে আউট হন। সাদমান ইসলাম ১১ চার ও ২ ছক্কায় ১০৮ বলে ১১৫ রান করে দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়নে।

সারাবাংলা/এসএইচএস

ডিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর