উরুগুয়ে-ব্রাজিলের বিপক্ষে নেই মেসি
১৭ মার্চ ২০২৫ ২২:৩৩
দীর্ঘ অপেক্ষার পর উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কিন্তু আজ (সোমবার) প্রকাশিত ২৬ সদস্যের এই স্কোয়াডে জায়গা হয়নি লিওনেল মেসির। অথচ আজই মেজর লিগ সকারে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়াইর হয়ে খেলেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। ২-১ ব্যবধানে জেতা ম্যাচে একটি গোল করেছেন, খেলেছে পুরো সময়ই।
আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে ও ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচকে সামনে রেখে গত ০৩ মার্চ ঘোষিত ৩৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ছিলেন মেসি। কিন্তু চূড়ান্ত স্কোয়াডে তাকে রাখেননি স্কালোনি। জানা গেছে ওয়ার্কলোড ম্যানেজ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই একই কারণে ইন্টার মায়ামির হয়ে মাঝের তিন ম্যাচে খেলেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। আর্জেন্টিনার হয়ে সর্বশেষ খেলেছেন পেরুর বিপক্ষে গত বছরের ২০ নভেম্বর।
মায়ামির কোচ ও মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাশ্চেরানো জানান, সেই তিন ম্যাচে নির্দিষ্ট কোনো চোট মেসি ভোগেননি। সম্ভাব্য সকল ইনজুরির সম্ভাবনা দূরে রাখতেই এমন সিদ্ধান্ত নেয় তার ম্যানেজমেন্ট। মায়ামির মেডিকেল বিভাগের চিকিৎসকরা এই সময়টায় আর্জেন্টিনা জাতীয় দলের মেডিকেল স্টাফদের সাথে টানা যোগাযোগ রক্ষা করে গেছে। একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই মুহূর্তে বড় কোনো চোটে ৩৭ বছর মেসি না থাকলেও চোটের শংকা থেকে দূরে রাখতেই এই প্রয়াস আর্জেন্টিনার।
আর্জেন্টিনা স্কোয়াড:
এমিলিয়ানো মার্টিনেজ, হেরেনিমো রুল্লি, ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, হারম্যান পেসেলা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওটামেন্ডি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকিয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক-আলিস্টার, মাক্সিমো পেরোনে, জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন দমিনগেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো।
সারাবাংলা/জেটি
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব আর্জেন্টিনা ফুটবল দল লিওনেল মেসি লিওনেল স্কালোনি