শান্তর অনুরোধ— রাব্বিকে এখনই সাকিব বানাবেন না
১৮ মার্চ ২০২৫ ১৬:০৩
তরুণ মাহফুজুর রহমান রাব্বিকে নিয়ে কদিন ধরেই আলোচনা হচ্ছে। অনূর্ধ্ব-১৯ দলের এই অলরাউন্ডার এবার আবাহনীর হয়ে মাঠ মাতাচ্ছেন। বল হাতে নিয়মিত সাফল্য পাওয়া রাব্বি ব্যাট হাতেও পারফর্ম করছেন নিয়মিত। বাঁ হাতে ব্যাটিং করেন, বাঁ হাতে বোলিং। এসবে সাকিব আল হাসানের সঙ্গে তুলনা শুরু হয়ে গেছে তরুণ রাব্বির। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, এসব বন্ধ হওয়া দরকার।
মাহফুজুর রহমান রাব্বি বা জিসান আলমদের মতো তরুণ ক্রিকেটারদের কারও সঙ্গে তুলনা করে চাপ না বাড়িয়ে তাদেরকে তাদের মতো বড় হতে দিন, এমন আহ্বান নাজমুল হোসেন শান্তর।
মাহফুজুর রহমান রাব্বির মধ্যে আগামীতে কি সাকিব বা মাহমদুউল্লাহ সম্ভবনা দেখছেন কিনা, এমন প্রশ্নে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘একটা অনুরোধ করি, এই যে (মাহফুজুর রহমান) রাব্বির সঙ্গে সাকিব ভাই বা অন্য যাদের (মাহমুদউল্লাহ) নাম বললেন, এটা করবেন না। এটা ওর জন্য চাপ।’
‘আমার মনে হয়, ওরা খুবই শুরুর পর্যায়ে আছে। অনূর্ধ্ব-১৯ মাত্র ক্যারিয়ারের শুরু আমি বলব। নিজেকে কতটা উন্নতি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এটা খুব গুরুত্বপূর্ণ।’-যোগ করেন তিনি।
তরুণ রাব্বি, জিসানদের ওপর চাপ না বাড়ানোর আহ্বান জানিয়েছেন শান্ত। বলেছেন, ‘একটা অনুরোধ থাকবে, জিসান বলেন, রাব্বি বলেন বা আরও যারা তরুণ তারা মাত্র উঠে আসছে, তাদের নিয়ে অনেক বেশি মাতামাতি না করাই ভালো। ওদেরকে ওদের কাজটা করতে দেন। তাহলে তারা সামনের দিকে আরও ভালো ফিডব্যাক দেবে।’
সারাবাংলা/এসএইচএস