মেসি-নেইমারকে ছাড়া সর্বশেষ কবে হয়েছে সুপার ক্লাসিকো?
১৮ মার্চ ২০২৫ ১৬:৩২
ফুটবলের দুই ল্যাটিন পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের ঐতিহাসিক লড়াইকে বলা হয় সুপার ক্লাসিকো। দুই দেশের সমর্থকেরা তো বটেই গোটা বিশ্বের ফুটবল ভক্তরাও অপেক্ষায় থাকেন বিশেষ এই ম্যাচের। আগামী ২৬ মার্চ আবারও দেখা মিলবে এই ঐতিহাসিক লড়াইয়ের। ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছে দুই দল। কিন্তু থাকছেন না দুই দলের বড় দুই তারকা লিওনেল মেসি ও নেইমার।
গত শুক্রবার পেশির চোটে ছিটকে গেছেন দীর্ঘ ১৬ মাস পর জাতীয় দলে ফেরা নেইমার। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছেন তিনি। সিবিএফ আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে নেইমারের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন এনড্রিক। আর বাম পায়ের মাংসপেশির চোটে বিশ্বকাপ বাছাইপর্বের এই পর্বে নেই মেসিও।
দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ২২ নভেম্বরে। চলতি বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম দেখা ছিল এই দুই দলের। সেই ম্যাচে ১-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসি খেললেও চোটের কারণে বাইরে ছিলেন নেইমার। কিন্ত এবার মেসি-নেইমার দুজনেরই চোটে ২০ বছর পর সুপার ক্লাসিকো হবে তাদের ছাড়া।
২০০৫ সালের ২৯ জুনের পর থেকে যে কয়বার আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে, তার প্রতি ম্যাচেই মেসি বা নেইমারের কেউ না কেউ ছিলেন। কিন্তু এবার এই দুজনকে ছাড়া সুপার ক্লাসিকো হবে প্রায় ২০ বছর পর। ২০০৫ সালে ফিফা কনফেডারেশন্স কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই প্রতিদ্বন্দ্বী। তখনও মেসি-নেইমারের অভিষেক হয়নি, ৪-১ ব্যবধানে জিতেছিল ব্রাজিল।
২০০৫ সালের আগস্টে জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে ১৬ ম্যাচ খেলেছেন মেসি। জিতেছেন আটটি, দুটো হয়েছে ড্র আর হেরেছেন ছয় ম্যাচে। এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি ছয় ম্যাচে, যার মধ্যে পাঁচটি প্রীতি ম্যাচ ও একটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।
মেসির পাঁচ বছর পর আন্তর্জাতিক ফুটবলে আসা নেইমার এখন পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে খেলেছেন ১১ ম্যাচ। সেই বছর নভেম্বরে অভিষেকের পর জিতেছেন পাঁচটি, দুটো ড্র আর হেরেছে চারটিতে।
মেসি-নেইমার নিজেদের জাতীয় দলের জার্সিতে সর্বশেষ মুখোমুখি হয়েছেন ২০২১ সালে, কোপা আমেরিকার ফাইনালে। মারাকানা স্টেডিয়ামে আনহেল ডি মারিয়ার একমাত্র গোলে সেদিন প্রথমবারের মতো কোপার শিরোপা জেতেন মেসি।
সারাবাংলা/জেটি