Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিনের লজ্জার রেকর্ড, চার ম্যাচ পর হারল মোহামেডান

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৮:৪১ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৯:০০

আজকের দিনটা তাসকিন আহমেদ হয়ত ভুলে যেতেই চাইবেন! অনেকদিন পর মাঠে ফিরে গত ম্যাচে তিন উইকেট নেওয়া তাসকিন আজ বল হাতে লজ্জার রেকর্ডই গড়লেন। ১০ ওভারে ১০৭ রান খরচ করেছেন বাংলাদেশের শীর্ষ পেসার। দেশের লিস্ট-এ ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ রান খরচের রেকর্ড এটা। তাসকিনের এলোমলো দিনে চার ম্যাচ পর হেরেছে তার দল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৬৫ রানে হেরেছে তামিম ইকবালের মোহামেডান। ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। ১৪৩ বলে ১৪৯ রানের ইনিংস খেলেছেন গাজী গ্রুপ অধিনায়ক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে রীতিমতো রান উৎসব করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। উদ্বোধনী জুটিতে ১৪১ রান তোলেন গাজী গ্রুপের ‍দুই উদ্বোধনী ব্যাটার এনামুল হক বিজয় ও সাদিকুর রহমান। ৭৫ বলে ৬০ রান করা সাদিকুরকে আউট করে তাসকিনই অবশ্য এই জুটি ভাঙেন।

অপর ওপেনার এনামুল হক বিজয় শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। তার ১৪৩ বলে ১৪৯ রানের ইনিংসটিতে ১২টি চারের মার, ছক্কা ৪টি। গাজী গ্রুপের স্কোরটা এতো বড় হয়েছে শেষ দিকে তোফায়েল আহমেদের ঝড়ে। ২৯ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় শেষ দিকে ৬৩ রান করেন তিনি। তাসকিন তার শেষ দুই ওভারে খরচ করে ৪৩ রান, যার বেশিরভাগই তুলেছেন তোফায়েল।

পরে জবাব দিতে নেমে মোহামেডানের শুরুটা হয়েছিল দারুণ। তামিম ইকবাল আজও দারুণ ব্যাটিং করেছেন। ১০.৩ ওভারে আউট হয়েছেন তামিম, তার আগে ৩৪ বলে করেন ৪৮ রান। আরেক ওপেনার রনি তালুকদার ৯০ বলে করেন ৭৪ রান। মিডল অর্ডারে মুশফিকুর রহিম ৪৬ বলে ৪৯ রান করেছেন। তবে এতো বড় টার্গেটে তাড়া করতে নেমে জয়ের জন্য এগুলো যথেষ্ট ছিল না। ৪৮.১ ওভারে ২৭১ রানে গুটিয়ে গেছে মোহামেডান। টানা চার জয়ের পর আজ হারল তারকাসমৃদ্ধ দলটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

ডিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর