ফাহামিদুলের বাদ পড়া, বাফুফে সভাপতির সঙ্গে ক্রীড়া উপদেষ্টার আলোচনা
১৯ মার্চ ২০২৫ ০০:৪২
হামজা চৌধুরীর আগমনের উৎসবের রেশ এখনও আছে দেশের ফুটবল পাড়ায়। কিন্তু সেই রেশ থাকতে থাকতেই আজ লাগল বিক্ষোভের ছোঁয়া। সৌদি আরবে ৮ দিন কন্ডিশনিং ক্যাম্পে থাকলেও প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। পুরো স্কোয়াড মঙ্গলবার সকালে দেশে ফিরলেও ফাহামিদুল ফিরেছেন ইতালিতে। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশের প্রাথমিক দল থেকে তার বাদ পড়ার ঘটনায় ফুঁসে উঠেছেন দেশের ফুটবল সমর্থকেরা। বিস্তর অভিযোগ এনেছেন তারা টিম ম্যানেজমেন্টের বিপক্ষে।
এই বিষয়ে বিশদ আলোচনা করতে আজ (বুধবার) বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল (মঙ্গলবার) ১১টা ২৭ মিনিটে উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টের মধ্যে জানানো হয়েছে বৈঠকের কথা।
সেই পোস্টে বলা হয়েছে, ‘বুধবার ফাহমিদুল ইস্যুতে বাফুফে সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা।
ফাহামিদুলের বাদ পড়ার ঘটনায় মঙ্গলবার বিকেল থেকে পদযাত্রা করেছেন শতাধিক ভক্ত, ভিন্ন তিনটি জায়গায় পালন করেছেন অবস্থান কর্মসূচি। ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ সমর্থকগোষ্ঠীর ডাকে রাজপথে নেমে আসেন তারা। গতকাল বিকেলে প্রথম গণ জমায়েত হয় মতিঝিলের বাফুফে ভবনের সামনে। এই অবস্থান কর্মসূচির মধ্যেই তারা ইফতার সেরেছেন বাফুফে ভবনের গেটের সামনে। তখন তারা ”সিন্ডিকেট হটাও, ফুটবল বাঁচাও’, ‘জনে জনে খবর দে, সিন্ডিকেটের কবর দে’-স্লোগান দিতে থাকেন। ‘সিন্ডিকেট মুক্ত করো’, ‘ব্রিং ব্যাক ফাহামিদুল’, লেখা প্ল্যাকার্ডও দেখা গেছে তাদের হাতে।

ফাহামিদুলকে জাতীয় দলে ফেরাতে ভক্ত-সমর্থকদের প্রতিবাদ
ইফতার সম্পন্ন করার পর পদযাত্রা ও গণমিছিল নিয়ে বাংলাদেশ দলের টিম হোটেলের সামনে পৌঁছান বিক্ষুব্ধ ভক্ত-সমর্থকেরা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঘেরাও কর্মসূচির ডাকও দেন। রাস্তায় দল বেধে হাঁটতে হাঁটতে তারা আবার স্লোগান তোলেন জুলাই আন্দোলনের আদলে, ‘তুমি কে, আমি কে, ফাহামিদুল! ফাহামিদুল!’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’
টিম হোটেলের সামনে অবশ্য তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেননি নিরাপত্তার কারণে। সেখান থেকে সেই গণ মিছিল নিয়ে সমর্থকেরা অবস্থান করেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। এরপর পদযাত্রা শেষ হয় শাহবাগ মোড়ে।
ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের চূড়ান্ত স্কোয়াডে কেন জায়গা হলো না ইতালির ফোর্থ ডিভিশনে খেলা ফাহামিদুলের, এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। কাবরেরার পছন্দের তালিকাতেই ছিলেন ফাহামিদুল। কিন্তু টিম ম্যানেজার আমের খান জানিয়েছেন, কোচের ভিন্ন পরিকল্পনার জন্যই ভারতে যাওয়া হচ্ছে না তার।

রাজু ভাস্কর্যের সামনে ফুটবল সমর্থকদের অবস্থান কর্মসূচি
ফাহামিদুলের বাদ পড়া নিয়ে আমের বলেন, ‘সৌদি আরবে আমরা ২৮ জন নিয়ে গিয়েছিলাম। কিন্তু ভারতের বিপক্ষে স্কোয়াড হবে ২৩ জনের। যদ্দুর জানি, ভারত ম্যাচের জন্য কোচের যা পরিকল্পনা, তাতে ফাহামিদুল যায় না’
অনুশীলন ও প্রস্তুতি ম্যাচে ভিন্ন ভিন্ন পজিশনে খেলালেও আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেননি ফাহামিদুল। তাকে উইং ধরে খেলার দায়িত্ব দিয়েছিলেন কাবরেরা, কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়াতেই শেষ পর্যন্ত জায়গা হারিয়েছেন দলে।
ফাহামিদুলকে বাদ দেয়া প্রসঙ্গে আজ কাবরেরা অবশ্য ব্যাখা দিয়েছেন। এই স্প্যানিশ কোচ বলেন, ‘ফাহামিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন। সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। এই মুহুর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরো সময় প্রয়োজন।’
সারাবাংলা/জেটি