Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হামজা বাংলাদেশের মেসি’

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১৬:৩৩ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৭:০৬

জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী

এগিয়ে আসছে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। অপেক্ষা ফুরাচ্ছে হামজা চৌধুরীর জাতীয় দলের জার্সি গায়ে তোলারও। আগামীকাল ভারতের উদ্দেশ্যে রওনা হবে দল, ২৫ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ। এর আগে আজ (বুধবার) দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হলো বাংলাদেশ ফুটবল দলের। সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরা আর নতুন সতীর্থ হামজা চৌধুরীকে পাশে বসিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া বললেন, হামজা যেন বাংলাদেশের মেসি।

বিজ্ঞাপন

সৌদি আরব থেকে কন্ডিশনিং ক্যাম্প শেষে বাংলাদেশ দল অবস্থান করছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জামাল জানালেন, হামজাকে দেখে তার নিজের ক্যারিয়ারের শুরুর দিককার কথা মনে পড়ছে। কারণ ২০১৩ সালে হামজার মতো জামালও এসেছিলেন বিদেশ থেকে। সেদিনের মিডিয়ার আগ্রহ, ক্যামেরার ফোকাস; সব ছিল জামালের দিকে। সেই ধারাবাহিকতায় জামালের পাশেই ছিলেন হামজা। এবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার হামজা।

বিজ্ঞাপন

তাকে সতীর্থ হিসেবে পেয়ে যথেষ্ট গর্বিতও জামাল। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হামজা আসায় বেশ ভালো লাগছে। দেখে আরও ভালো লাগছে, আপনারা সবাই যেভাবে ওকে স্বাগত জানিয়েছেন। হ্যাঁ, প্রবাসী হিসেবে দেশের ফুটবলে আসার শুরুটা আমি করেছি। তবে হামজাকে দেখে আরও অনেক প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসবে, জাতীয় দলের হয়ে খেলবে। আর একজন ফুটবলার হিসেবে নিজের দেশের প্রতিনিধিত্ব করা দারুণ একটা ব্যাপার। যদিও বিশ্বকাপে খেলাই আমাদের আসল লক্ষ্য। আর আগামী ২৫ তারিখ হামজা যখন জাতীয় সংগীত শুনবে ওর গায়ে কাঁটা দেবে, আমারও এমনই লেগেছিল।’

হামজাকে দেখে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কথা মনে পড়ে কিনা, এই প্রশ্নের জবাবে জামাল বলেন, ‘যখন আমি প্রথম এসেছিলাম, ঠিক এমনই লেগেছিল। একই পরিবেশ ছিল। আর হামজা প্রিমিয়ার লিগের ফুটবলার, ও আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে।’ 

সারাবাংলা/জেটি

জামাল ভূঁইয়া বাফুফে লিওনেল মেসি হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর