Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুক্ত’ সাকিবকে স্বাগতম জানিয়ে রাখলেন মেহেদী

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ২০:১৮

তৃতীয়বারের পরীক্ষায় সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ হয়েছে। ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত ল্যাবে পরীক্ষা দিয়েছিলেন সাকিব। গতকাল মধ্যরাতে তাতে পজিটিভ ফল এসেছে। এখন ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে আর অসুবিধা নেই সাকিবের। ‘মুক্ত’ সাকিবকে বাংলাদেশ দলে ওয়েলকাম জানিয়ে রাখলেন জাতীয় দলের স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) মিরপুরে গণমাধ্যমে কথা বলেছেন মেহেদী। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা থেকে মুক্তির বিষয়টি উঠলে মেহেদী বলেন, ‘সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে একটু চিন্তা ছিল। এত বড় একটা প্লেয়ার, এত বছর ক্রিকেট খেলার পরও শেষের দিকে এসে একটু ত্রুটি দেখা দিয়েছে। তো কালকের নিউজটা দেখে খুব ভালো লেগেছে।’

বিজ্ঞাপন

সাকিবকে বাংলাদেশে খেলার আমন্ত্রণও জানিয়ে রাখলেন মেহেদী, ‘আশা করি সে ফিরে আসুক, দেশের হয়ে ক্রিকেট খেলুক এবং ঘরোয়া ক্রিকেট খেলুক।’

গত বছরের এপ্রিলে ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলার সময় সাকিবের বোলিং নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে ইংল্যান্ড ও ভারত মিলিয়ে দুইবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। কিন্তু দুবারই ব্যর্থ হয়েছেন। তৃতীয় দফা পরীক্ষার আগে ইংলিশ কাউন্টির দল সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে কাজ করেন সাকিব, তার সুফলও পেলেন।

সাকিবের বোলিং অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারেননি বাংলাদেশি তারকা। এখন ইসিবির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণে আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে অসুবিধা নেই সাকিবের।

বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞার কারণে গত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবকে রাখেনি বাংলাদেশ। শুধুমাত্র ব্যাটার হিসেবে সাকিবকে দলে নিতে চায়নি টিম ম্যানেজেমেন্ট। এখন বোলিং-ব্যাটিং দুটিই করতে পারবেন সাকিব। সে হিসেবে নির্বাচকরা কী ভাবেন সেটাই দেখার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

শেখ মাহেদী হাসান সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর