এবারের আইপিএলে ভাঙতে পারে যেসব রেকর্ড
২২ মার্চ ২০২৫ ১৪:২৮
কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের আঠারোতম আসরে ভাঙতে পারে কিছু রেকর্ড। যার অপেক্ষায় আছেন রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটাররা।
এক নজরে দেখে নিন আইপিএলের সম্ভাব্য সেসব রেকর্ড-
১৯
আর মাত্র ১৯ রান হলেই চেন্নাই সুপার কিংসের সর্বকালের সর্বোচ্চ রান স্কোরার হবেন মহেন্দ্র সিং ধোনি। ৪৬৮৭ রান নিয়ে বর্তমানে শীর্ষে আছেন সুরেশ রায়না, ধোনির রান ৪৬৬৯।
৬
লাসিথ মালিঙ্গাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হতে আর ৬ উইকেট দূরে আছেন জাসপ্রিত বুমরাহ। যদিও এবার পিঠের চোটে আইপিএলে শুরুর দিকের বেশ কিছু ম্যাচ মিস করবেন ডানহাতি এই পেসার।
১৯৪টি ডিসমিসাল নিয়ে সবার সেরা উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনি। ক্যাচ-স্টাম্পিং মিলিয়ে আর ৬টি আউট করতে পারলেই ২০০টি ডিসমিসাল হবে তার। ১৮২টি নিয়ে দ্বিতীয় স্থানে দীনেশ কার্তিক।
৮
৮ উইকেট পেলে ডোয়াইন ব্রাভোকে পেরিয়ে চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হবেন রবীন্দ্র জাদেজা। ১৪০ উইকেট নিয়ে সবার ওপরে ব্রাভো।
৪
বিরাট কোহলির অপেক্ষা আরও চারটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার। আইপিএলে সবচেয়ে বেশি ৬৬ বার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার।
১
আর ৪১ রান করতে পারলেই আইপিএলের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০০ রান ও ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলবেন রবীন্দ্র জাদেজা।
সারাবাংলা/জেটি