দল না পেয়েও আইপিএলে থাকছেন উইলিয়ামসন
২২ মার্চ ২০২৫ ১৪:৫৮ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৫:২৫
আইপিএলে আট মৌসুম খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে, দলটাকে নেতৃত্বও দিয়েছেন কেইন উইলিয়ামসন। গত দুই আসরে খেলেছেন গুজরাট টাইটান্সে। কিন্তু এবারের আইপিএলের মেগা নিলামে থেকে গেছেন অবিক্রিত। তাকে দলে টানতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজিই। তবে দল না পেলেও একেবারে শেষ মুহুর্তের সিদ্ধান্তে তাকে আইপিএলের মঞ্চে টেনেছে ব্রডকাস্টিং চ্যানেল। আইপিএলে মাঠের ক্রিকেটে দেখা না গেলেও উইলিয়ামসন থাকছেন ধারাভাষ্যকার হিসেবে।
স্টার স্পোর্টসের ন্যাশনাল ফিডে ধারাভাষ্য দেবেন উইলিয়ামসন। আজ শুরু হতে যাওয়া আইপিএল দিয়েই ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হবে সাবেক এই কিউই অধিনায়কের। তবে তাকে মাইক্রোফোন হাতে দেখা যাবে আগামী ১১ এপ্রিলের আগ পর্যন্ত। কারণ ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএলে করাচি কিংসের হয়ে খেলতে যাবেন তিনি।
এদিকে আইপিএল চলাকালীন নিউজিল্যান্ডের জাতীয় দলের ব্যস্ততাও তেমন নেই। সেজন্যই ব্রডকাস্টিং চ্যানেলের পক্ষ থেকে উইলিয়ামসনকে ধারাভাষ্য প্যানেলে যুক্ত হবার প্রস্তাব দেয়া হয়। তাতে সায় দিয়ে যুক্ত হচ্ছেন উইলিয়ামসন। তার সাথে প্যানেলে থাকছেন সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, বীরেন্দর শেবাগ, অনিল কুম্বলে, হরভজন সিং, অজয় জাদেজা, নভজ্যোৎ সিং সিধু, আকাশ চোপড়া, সঞ্জয় মাঞ্জরেকার, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেইডেন, মার্ক বাউচার, রুদ্রপ্রতাপ সিং, শেখর ধাওয়ান, প্রজ্ঞান ওঝা, সুরেশ রায়না, এবি ডি ভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, রবীন উত্থাপা, আম্বাতি রাইডু, মোহাম্মদ কাইফ ও পীযূষ চাওলা।
সারাবাংলা/জেটি