Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম ইকবালের হার্ট অ্যাটাক: এখন পর্যন্ত যা জানা গেল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১৩:১৭ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৬:০৮

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তামিম ইকবাল। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তামিম, পরে জানা যায় হার্ট অ্যাটাক হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের। এখন পর্যন্ত অবস্থা খুব একটা ভালো না।

তামিমের হার্ট অ্যাটাক নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল-

* সাভারের বিকেএসপিতে সকালে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামতে টস করেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু মাঠে নামার আগে বুকে ব্যথা অনুভব করেন। সাথে সাথে তাকে বিকেএসপির পার্শ্ববর্তী ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়।

* ইসিজি করার পর হার্টে হালকা সমস্যা দেখা দিয়েছিল। পরে তামিম এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসার ইচ্ছা পোষণ করেন। সে অনুযায়ী বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স নেওয়াও হয়। কিন্তু অ্যাম্বুলেন্সে নেওয়ার আগে আবারও হার্ট অ্যাটাক হয় তামিমের।

* বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, দ্বিতীয়বার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো হয়েছে তামিমের। সঙ্গে সঙ্গে তাকে আবারও ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়।

* সেখানে অবস্থা খারাপের দিকে গেলে আইসিইউ’তে নেওয়া হয়েছে তামিমকে। আপাতত সেখানেই পর্যবেক্ষণে আছেন তিনি।

* অবস্থার উন্নতি হলে তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছে।

* ইতোমধ্যেই তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ও বড় ভাই জাতীয় দলের সাবেক অধিনায়ক নাফিস ইকবালসহ পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে পৌঁছেছেন।

* বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরী সভা স্থগিত করে বোর্ড পরিচালকরা হাসপাতালের দিকে যাচ্ছেন।

বিজ্ঞাপন

* মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, তামিমের অবস্থা এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে না।

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর