তামিমের সুস্থতা কামনায় তাসকিন-মিরাজরা
২৪ মার্চ ২০২৫ ১৪:১৯ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৬:০৩
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সাভার বিকেএসপির ৩ নম্বর মাঠে আজ (সোমবার) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টসের পর বুকে হালকা ব্যথা অনুভব করেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। তার অফিসিয়াল ফেসবুক পেজের এডমিনের দেয়া পোস্ট থেকে জানা গেছে, দুই দফায় হার্ট অ্যাটাক হয়েছে তামিম ইকবালের। সাভারের কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়।
সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তামিমের এই সঙ্কটাপন্ন অবস্থায় তার জন্য দোয়া চেয়েছেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলামরা। তারা অনেকেই তামিমের দীর্ঘদিনের সতীর্থ। সৌম্য-তাসকিন-মিরাজ-শরীফুলদের সবাই ই খেলেছেন তামিমের সাথে কিংবা নেতৃত্বে।
নিজের ফেসবুক পেজে তাসকি লিখেছেন, ‘সাভার বিকেএসপিতে ম্যাচ চলাকালীন তামিম ভাই গুরুত্বর অসুস্থা হয়ে পড়েন, তার অবস্থা আরও খারাপ হয়েছে। সবাই এই কঠিন সময়টায় তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।’
মিরাজ লিখেছেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সার্পোটে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে আপনার সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন, এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।
এর আগে সাভার বিকেএসপির ৩ নম্বর মাঠে টসের পর বুকে ব্যথা অনুভব করেন তামিম। কিন্তু প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। কিন্তু অবস্থার উন্নতি না ঘটায় নিকটতম হাসপাতালে নেয়া হয় তাকে, প্রাথমিক চিকিৎসা শেষে বিকেএসপিতে ফিরেও আসেন তিনি।
কিন্তু অবস্থার আরও অবনতি হয় এরপর। তৎক্ষণাৎ মোহামেডান কর্তৃপক্ষ হেলিকপ্টার ব্যবস্থা করে তামিমকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য, কিন্তু শারীরীক পরিস্থিতি অনুকূলে না থাকায় নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তামিম।
সারাবাংলা/জেটি