Saturday 29 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৫ ১৪:৪২ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৬:০৩

সাভার বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে আজ (সোমবার) ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়ে সাভারের কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি হয়েছেন তামিম ইকবাল।  চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনারের আকস্মিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস এবং তার শারীরিক অবস্থার খোঁজও নিয়েছেন। আজ (সোমবার)

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার পক্ষে তার সহকারী প্রেস সচিন আবুল কালাম আজাদ মজুমদার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে তামিমের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন। নিজাম উদ্দিন সহকারী প্রেস সচিবকে জানান, হার্ট অ্যাটাকের পর নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে এবং সেখানে তার শারীরিক অবস্থা জানতে এনজিওগ্রাম করানো হয়েছে।

বিসিবির প্রধান নির্বাহী আরও জানান, তামিমের চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে্ন তারা এবং যেকোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত বিসিবি। বিসিবির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে নিয়মিত তামিমের শারীরিক অবস্থা জানানোর আশ্বাসও দিয়েছেন তিনি।

সারাবাংলা/জেটি

তামিম ইকবাল প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হার্ট অ্যাটাক

বিজ্ঞাপন

বরগুনায় বাসচাপায় ৩ ভাই নিহত
২৯ মার্চ ২০২৫ ১৩:৩৪

আরো

সম্পর্কিত খবর