Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের জন্য বাংলাদেশ ফুটবল দলের বিশেষ প্রার্থনা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ২৩:৪৯ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ০৪:০৬

টিম হাডলে তামিমের জন্য বাংলাদেশ দলের ফুটবলারদের প্রার্থনা

তামিম ইকবালের হার্ট অ্যাটাকের ঘটনা নাড়িয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। লাসিথ মালিঙ্গা থেকে যুবরাজ সিং, মাশরাফি বিন মুর্তজা থেকে সাকিব আল হাসান, আর দেশের অন্যান্য ক্রিকেটাররা তো আছেনই; সবারই যেন একটা আর্জি- তামিম ইকবাল সুস্থ হয়ে ফিরে আসুক। বাদ ছিলেন না জাতীয় দলের ফুটবলাররাও। জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে তামিমের জন্য শুভকামনা জানিয়েছেন, বলেছেন তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন।

বিজ্ঞাপন

আগামীকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভারতের বিপক্ষে শিলংয়ের জওহর লাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর আগে সোমবার সন্ধ্যায় ছিল ম্যাচের আগে দলীয় অনুশীলন। সেই অনুশীলন পর্ব শুরুর আগে বাংলাদেশ ফুটবল দলের সব খেলোয়াড়, কোচিং ও সাপোর্ট স্টাফ সবাই মিলে গোল হয়ে দাঁড়িয়ে যে যার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করেছেন বিশেষ প্রার্থনা করেছেন তামিমের সুস্থতার জন্য।

এর আগে বাংলাদেশের একমাত্র স্পোর্টস টিভি চ্যানেল টি স্পোর্টসের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে হামজাকে বলতে দেখা যায়, ‘আমার স্বদেশি তামিম ইকবালের অসুস্থতা সম্পর্কিত সংবাদ দেখে আমার খুবই খারাপ লেগেছে। তামিম ও তামিমের পরিবারের জন্য আমার শুভকামনা রইল। ইনশাআল্লাহ তামিম ভালোভাবেই সেরে উঠবেন।’

অধিনায়ক জামাল ভূঁইয়াও, গোলকিপার মিতুল মারমাও দোয়া চেয়েছেন তামিমের জন্য।

সোমবার সকালে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক হয় তামিমের। ব্লক ধরা পড়ায় পরানো হয়েছে রিং। এর আগে টানা ২২ মিনিট কোনো হার্ট বিট ছিল না তামিমের। পরবর্তীতে সিপিআর ও ডিসি শকের মাধ্যমে সচল করা হয় তামিমের হৃদস্পন্দন। রিং পরানোর পর জ্ঞান ফিরেছে বাংলাদেশের সাবেক অধিনায়কের। কথাও বলেছেন পরিবারের সদস্যদের সাথে। আপাতত তাকে রাখা হয়েছে সাভার কেপিজে হাসপাতালের সিসিইউতে।

সারাবাংলা/জেটি

তামিম ইকবাল বাংলাদেশ ফুটবল দল হার্ট অ্যাটাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর