৮ রাউন্ড শেষে ডিপিএলের শীর্ষে বিজয়
২৭ মার্চ ২০২৫ ১৬:৩৫
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আট রাউন্ড শেষে ঈদের ছুটিতে গেছেন ক্রিকেটাররা। ৮ ম্যাচ শেষে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী, এক ম্যাচ কম জিতে দ্বিতীয় অবস্থানে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ঈদের ছুটিতে যাওয়ার আগে দেখা গেছে রান বন্যা। প্রথমবার ৪০০ পেরিয়েছে দলীয় সংগ্রহ। টপ অর্ডার ব্যাটাররাও খেলেছেন বড় ইনিংস।
এবার এক নজরে দেখে নিন ডিপিএলের ৮ রাউন্ড শেষে ব্যাট হাতে এগিয়ে যারা-
আনামুল হক বিজয়, গাজী গ্রুপ ক্রিকেটার্স
৮ ইনিংসে ব্যাট করে ৩ ফিফটি ও ২ সেঞ্চুরিতে ৫৩০ রান করে সর্বোচ্চ স্কোরার গাজী গ্রুপ অধিনায়ক বিজয়। ৮৮.৩৩ গড়ে রান তুলেছেন ৯৯.৮১ স্ট্রাইকরেটে।
নাঈম শেখ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের ক্যারিয়ার সেরা ১৭৬ রানের ইনিংস এবারই খেলেছেন নাঈম শেখ। প্রাইম ব্যাংক যে ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪২২ রানের রেকর্ড সংগ্রহ পেল, সেই ম্যাচেই দুর্দান্ত ইনিংসটি খেলেন বাঁহাতি এই ওপেনার। ঈদের ছুটিতে যাওয়ার আগে ৮ ইনিংসে ৪৯১ রান তুলেছেন ২ সেঞ্চুরি ও একটি ফিফটিতে। স্ট্রাইকরেটও দারুণ! ১২২.৭৫।
ইমরুল কায়েস, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব
৪ ফিফটি আর এক সেঞ্চুরিতে ৮ ইনিংসে ব্যাট করে ইমরুল কায়েস তুলেছেন ৪৩০ রান। ব্যাটিং গড় পঞ্চাশ ছাড়ানো ৫৩.৭৫, স্ট্রাইকরেট ৯৩,৪৭।
পারভেজ হোসেন ইমন, আবাহনী লিমিটেড
দুটি করে ফিফটি ও সেঞ্চুরিতে ৮ ইনিংসে ৪১৩ রান তুলেছেন আবাহনীর পারভেজ হোসেন ইমন।
নুরুল হাসান সোহান, ধানমন্ডি স্পোর্টিং ক্লাব
ব্যাট হাতে দলকে দারুণ নেতৃত্ব দিচ্ছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান। ২ সেঞ্চুরি আর এক ফিফটিতে ৪০১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার।
সারাবাংলা/জেটি