Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসএলে যেতে অনুমতি পেয়েছেন লিটন-নাহিদ-রিশাদ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৯:৪৮

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে অনুমতি পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। তিন ক্রিকেটারের আবেদনের প্রেক্ষিতে তাদের অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। জানা গেছে, পিএসএলের শুরু থেকেই যোগ দেবেন লিটন দাস ও রিশাদ হোসেন। নাহিদ রানা যোগ দেবেন কয়েক দিন পর।

আগামী ১১ এপ্রিল মাঠে গড়াবে পিএসএলের দশম আসর। ১৫ তারিখ থেকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। নাহিদ রানা সিরিজের প্রথম টেস্টটি খেলে পিএসএলে যাবেন। সে হিসেবে আসরের প্রথম চার-পাঁচটি ম্যাচ মিস করবেন তারকা পেসার। এবারের আসরের জন্য পেশোয়ার জালমি কিনেছে নাহিদ রানাকে।

বিজ্ঞাপন

লিটন দাস টেস্ট সিরিজ থেকে বিশ্রাম পাচ্ছেন। আর লেগ স্পিনার রিশাদ হোসেন এখনো টেস্টের জন্য বিবেচনায় নেই। ফলে এই দুজন শুরু থেকেই এনওসি পেয়েছেন।

প্লেয়ার ড্রাফটের সিলভার ক্যাটাগরি থেকে রিশাদকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। আর লিটন দাসও সিলভার ক্যাটাগরি থেকে করাচি কিংসে গেছেন।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর