Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুয়েকদিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ২১:১৯ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ২১:২৪

হঠাৎ হার্ট অ্যাটাক করে বড় ধরনের স্বাস্থ্য সমস্যায় পরা তামিম ইকবাল এখন অনেকটাই সুস্থ্য। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক আগামী দুই একদিন পর্যবেক্ষণে থাকার পর বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের হৃদরোগবিশেষজ্ঞ আরিফ মাহমুদ সাংবাদিকদের সঙ্গে তামিমের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন।

আরিফ মাহমুদ বলেন, ‘তামিম খুবই ভালো আছেন। খাওয়াদাওয়া করছেন, সবার সঙ্গে কথা বলছেন। আজকে সিসিইউ থেকে রুমে চলে যাবেন। এরপর এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তিনি বাসায় যেতে পারবেন।’

বিজ্ঞাপন

তবে বাসায় যেতে পারলেও তামিমের জীবনযাত্রাটা এখন হবে খুবই সাবধানী। নিয়মিত মেডিকেল চাকআপের সঙ্গে জীবনযাপনেরও নিয়ন্ত্রণ আনতে হবে।

মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেছেন, ‘তামিমের যেটা হলো, ও এটাকে নিতে পারছে না। সাইকোলজিক্যালি মানতে পারছে না। এটা হবে, সে কল্পনা করতে পারেনি। তবে এটার কিন্তু অনেক ইতিহাস আছে। অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। মানসিক অবস্থার জন্য আমরা একজন কাউন্সিলর ইনভলব করেছি, এটাকে কীভাবে মানিয়ে নেওয়া যায়। ওর প্রশ্ন শুনবে, জিজ্ঞাসা শুনবে, ওর প্যানিক শুনবে, তারপর সেভাবে ওই কাউন্সিলর গাইড করবেন।’

তামিম আবারও ক্রিকেটে ফিরতে পারবে কিনা এমন প্রশ্নে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারব।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো