রাশিয়া ভাঙতে যাচ্ছে পেনাল্টির রেকর্ড
২৪ জুন ২০১৮ ২০:৩৫
।। স্পোর্টস ডেস্ক ।।
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের পুরো আসরে ১৩টি পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। এবার রাশিয়ায় এখন পর্যন্ত হয়েছে ১৬টি পেনাল্টি। বিশ্বকাপে রেকর্ড সংখ্যক পেনাল্টি হয়েছে ২০০২ সালে। জাপান-দক্ষিণ কোরিয়ার আয়োজনে সেবার পেনাল্টি হয়েছিল ১৮টি। সেই রেকর্ড হয়তো খুব শিগগিরই ভেঙে যাবে।
রাশিয়ায় এখন পর্যন্ত হয়েছে মাত্র ৩০টি ম্যাচ (ইংল্যান্ড-পানামা ম্যাচ পর্যন্ত)। সবশেষ ম্যাচেই দুটি পেনাল্টি পেয়েছে ইংলিশরা। দুটিতেই সফল ছিলেন শট নিতে আসা ইংলিশ দলপতি হ্যারি কেইন।
১৬টি পেনাল্টির মাত্র তিনটি মিস করেছে খেলোয়াড়রা। এর মধ্যে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, পেরুর ক্রিস্টিয়ান কুয়েভা ও আইসল্যান্ডের জিলফি সিগার্ডসন পেনাল্টি থেকে গোল আদায় করতে ব্যর্থ হন। বাকি ১৩টি পেনাল্টি শটেই গোল হয়েছে।
এত পেনাল্টির পেছনে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ভূমিকা আছে বলা যায়। ভিডিও রিভিউ দেখে ৬টি পেনাল্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, ভিডিও রিভিউ দেখে পেনাল্টির সিদ্ধান্ত বদলও করা হয়েছে। এর আগে ব্রাজিল-কোস্টারিকার ম্যাচে রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও পরে ভিডিও রিভিউ দেখে সেই পেনাল্টি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
সারাবাংলা/এমআরপি