Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবিনাদের সাথে বাফুফে সভাপতির কী নিয়ে বৈঠক?

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৫:২৫ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৫:২৭

নারী ফুটবলারদের সাথে তাবিথ আউয়াল। ফাইল ছবি।

কোচ পিটার বাটলারের অধীনে খেলতে চান না টানা দুইবার সাফ জেতা সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমাদের মতো মোট ১৮ সিনিয়র নারী ফুটবলার। এড়িয়ে চলছেন বাটলারের অনুশীলনও। দুই পক্ষের সাথে একাধিক বৈঠকের পরেও সেই দন্দ্ব আনুষ্ঠানিকভাবে নিরসন করতে পারেননি বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

আজ (শনিবার) জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন নারী ফুটবলাররা। সেখানেই আবার তাদের সাথে কোচ-খেলোয়াড় দ্বন্দ্ব, এশিয়ান কাপ বাছাইসহ নানাবিধ বিষয়ে বৈঠক করবেন তাবিথ।

বিজ্ঞাপন

আগামী জুনে অনুষ্ঠেয় এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে নারী ফুটবলারদের। তবে সেখানে যোগ দেয়া হচ্ছে না সাবিনা, মনিকা, ঋতুপর্ণাসহ ৭ ফুটবলারের। আগামীকাল তারা রওনা হচ্ছেন ভুটানে নারী ফুটবল লিগ খেলার উদ্দেশ্যে। এর আগে আজ বাফুফে ভবনে সভাপতি তাবিথ আউয়াল বৈঠকে বসবেন নারী ফুটবলার ও কোচিং প্যানেলের সদস্যদের সাথে।বৈঠকের আলোচ্য বিষয়ে প্রাধান্য পাবে বাটলারের সাথে নারী ফুটবলারদের দ্বন্দ্ব, এশিয়ান কাপ বাছাইপর্বে দলের সম্ভাবনা-পরিকল্পনা।

ভুটানের নারী ফুটবল লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলবেন মাসুরা, রুপনা ও সাগরিকা। পারো এফসি নিয়েছে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া, সাবিনা খাতুন। কোচ বিদ্রোহে জড়িত ১৮ জনের মধ্যে ছিলেন এই সাতজনও। বিদ্রোহ প্রত্যাহার করে ক্যাম্পে থাকলেও বাটলারের অনুশীলন এড়িয়ে চলেছেন তারা। তাদের ছাড়াই জুনিয়র ফুটবলারদের নিয়ে আরব আমিরাত সফরে গিয়েছিলেন বাটলার।

অনেক ফুটবলারই নমনীয় হয়েছেন আগের অবস্থানের চেয়ে, ফিরতে চান অনুশীলনে, খেলতে চান জাতীয় দলের হয়ে। তবে অনুশীলনে ফেরার আগে তারা চান বাফুফের সঙ্গে আলোচনা করে কিছু বিষয়াদি তুলে ধরতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

ঋতুপর্ণা চাকমা তাবিথ আউয়াল' বাফুফে সাবিনা খাতুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর