Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক হ্যাটট্রিকে গ্রেটদের পাশে, বুটের দৌড়ে এগিয়ে


২৪ জুন ২০১৮ ২২:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

তারুণ্য নির্ভর ইংল্যান্ডের দলপতি এবার হ্যারি কেইন। বিশ্ব মঞ্চে দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এই তারকা নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন। পানামার বিপক্ষে রাশিয়া বিশ্বকাপের ৩০তম ম্যাচে কেইন হ্যাটট্রিক করেন। যা বিশ্বকাপের ইতিহাসে ৫২তম আর ইংলিশদের ফুটবল ইতিহাসে তৃতীয় হ্যাটট্রিক।

ইংল্যান্ডের জাতীয় দলের জার্সিতে বিশ্ব মঞ্চে হ্যাটট্রিক করেছেন জিওফ হার্স্ট এবং গ্যারি লিনেকার। তৃতীয় ইংলিশ ফুটবলার হিসেবে তাদের পাশে বসলেন কেইন। বিশ্বকাপের ২৬তম হ্যাটট্রিক করেছিলেন হার্স্ট আর ৩৮তম হ্যাটট্রিক করেছিলেন লিনেকার।

বিজ্ঞাপন

১৯৬৬ সালে নিজেদের দেশে বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করেন হার্স্ট। অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে ৪-২ গোলে জিতে শিরোপা নিয়েছিল ইংল্যান্ড। ম্যাচের ১৮, ৯৮ আর ১২০ মিনিটের মাথায় তিনটি গোল করেন হার্স্ট। আর ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লিনেকার। ম্যাচের ৯, ১৪ আর ৩৪ মিনিটের মাথায় গোল তিনটি করেন তিনি।

পানামার বিপক্ষে ইংল্যান্ডের জার্সিতে বিশ্বকাপ আসরে তৃতীয় হ্যাটট্রিকটি করলেন কেইন। রাশিয়া বিশ্বকাপের চলমান আসরে প্রথম ম্যাচে জোড়া গোল করা কেইন দ্বিতীয় ম্যাচের ২২, ৪৫+১ এবং ৬২ মিনিটের মাথায় তিনটি গোল করেন।

কেইনের আগে এই বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের দ্বিতীয় ম্যাচেও একটি গোল করেন রিয়াল মাদ্রিদের তারকা। রোনালদোর গোল সংখ্যা এখন চারটি। বেলজিয়ামের রোমেলো লুকাকু নিজের প্রথম ম্যাচে দুটি আর দ্বিতীয় ম্যাচে দুটি গোল করে মোট চারটি গোলের দেখা পেয়েছেন। এই বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এখন শীর্ষে ইংল্যান্ডের কেইন (৫টি)। গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রোনালদো-লুকাকু-কেইনরা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর