Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের কোন মাঠে হবে হামজার অভিষেক?

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১৫:১৩

বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। গত ২৫ মার্চ শিলংয়ের সেই ম্যাচের নিষ্পত্তি হয়েছে গোল শূন্য ড্র’তে। তবে সেই ম্যাচে আলাদা করে নজর কেড়েছেন হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার এবার অপেক্ষায় আছেন দেশের মাটিতে অভিষেকের। তার সামনে সেই সুযোগ আসছে আসন্ন জুনে এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে।

দেশের দর্শকরাও অধীর অপেক্ষায় আছেন ঘরের মাঠে হামজাকে খেলতে দেখার। তাই আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠেয় ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। তবে এই ম্যাচ জাতীয় স্টেডিয়ামে গড়ানো নিয়ে এখনও আছে প্রশ্ন। ২০২১ সালের আগস্ট থেকে শুরু হওয়া স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও শেষ হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝে পায়নি বাফুফে।

বিজ্ঞাপন

অবশ্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি আয়োজনে কোনো বাধা দেখছেন না। আজ (রবিবার) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজিত প্রীতি ম্যাচের অনুষ্ঠানে তিনি বলেন, ‘কাজ প্রায় শেষ। আমার তাবিথ ভাইয়ের (বাফুফে সভাপতি) সঙ্গে কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আরও একটু কাজ করবে। আমাদের লাইটিং ও অন্যান্য কাজও শেষের দিকে। আমাকে জানানো হয়েছে এক মাসের মধ্যে মাঠ রেডি হয়ে যাবে। খেলা আয়োজনে সমস্যা দেখছি না।’

সারাবাংলা/জেটি

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাবিথ আউয়াল বাফুফে হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর