বাংলাদেশের দ্রুততম ফিফটিতে পারভেজ ইমনের ইতিহাস
৬ এপ্রিল ২০২৫ ১৬:১৭ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৬:৩৫
প্রথম দুই বল ডট, পরের বলে সিংগেল। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রথম ওভারটা এভাবেই দেখেশুনেই শুরু করলেন আবাহনীর পারভেজ হোসেন ইমন। কিন্তু পরের ওভার থেকে ব্যাট হাতে যা করে দেখালেন, সেটার জন্য সম্ভবত তৈরি ছিলেন না কেউই। তিন চার ও ছয় ছক্কায় মাত্র ১৫ বলে ছুঁয়েছেন ফিফটি। আজ (রবিবার) বিকেএসপিতে ফরহাদ রেজাকে সরিয়ে হয়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্রুততম ফিফটির মালিক। এর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতেও বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান হয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩১ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতের স্পিন জাদুতে ২৫.৪ ওভারে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। জবাবে পারভেজ ইমনের ২৩ বলে ৬১* রানের ঝড়ে ১০ উইকেটে ম্যাচ জেতে আবাহনী। নয় ম্যাচ শেষে টানা আট জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল ক্লাবটি।
আজ রান তাড়ায় নেমে পারভেজ ইমনের ঝড় শুরু দ্বিতীয় ওভার থেকে। অফস্পিনার রহমতউল্লাহ আলীর প্রথম বল ডট খেলার পরের বলে মারেন চার। শেষ চার বলে ইমনের ব্যাট থেকে আসে টানা চারটা ছক্কা। মাত্র ৯ বলে এই বাঁহাতি ব্যাটার পৌঁছে যান ২৯ রানে। পরের ওভারে আল ফাহাদের দুই বল থেকে নেন দুই সিংগেল।
ইনিংসের চতুর্থ ওভারে আবার শুরু হয় ইমনের তাণ্ডব। ডানহাতি পেসার আলী মোহাম্মদ ওয়ালিদকে প্রথম চার বলে ইমন মারেন দুটি করে চার ও ছক্কা। পঞ্চম বলে দুই রান নিয়ে ছুঁয়ে ফেলেন লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের ১৪তম ও ডিপিএলে ১২তম ফিফটি।
এই দ্রুততম ফিফটির পথে ইমন পেছনে ফেলেছেন ফরহাদ রেজাকে। ২০১৯ সালের ডিপিএলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রাইম দোলেশ্বরের হয়ে মাত্র ১৮ বলে ফিফটি ছুঁয়েছিলেন ফরহাদ। ৬ বছর পর ফরহাদের চেয়ে চার বল কম খেলে সেই রেকর্ড নিজের করে নিলেন ইমন।
তবে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ডে পারভেজের অবস্থান যুগ্মভাবে চতুর্থ। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড শ্রীলংকার কৌশল্য বীরারত্নের। সাবেক এই শ্রীলংকান ব্যাটার ২০০৫ সালে শ্রীলংকার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে ১২ বলে ফিফটি করেন কুরুনেগালের বিপক্ষে। সেই ম্যাচটা তিনি খেলেন রাগামা ক্রিকেট ক্লাবের জার্সিতে।
বীরারত্নের আগে এই রেকর্ড ছিল সাবেক ইংলিশ অলরান্ডার অ্যাডাম হোলিওকের। ১৯৯৪ সালের সারের হয়ে ইয়র্কশায়ারের বিপক্ষে ১৫ বলে ফিফটি করেছিলেন তিনি। এই রেকর্ড টিকে ছিল ১১ বছর। এই তালিকার দ্বিতীয় নাম থিসারা পেরেরা, ২০২১ সালে ১৩ বলে ফিফটি করেন এই বাঁহাতি ব্যাটার। তৃতীয় অবস্থানে আছেন রোরি ক্লাইনভেল্ডট।
এদিকে ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড এখনও মোসাদ্দেক হোসেন সৈকতের। ৬ ওভার বল করে এক মেইডেনসহ ৩৬ রানে ৪ উইকেট নিয়ে যিনি হয়েছেন আজ ম্যাচ সেরা। ২০১৯ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২০ বলে ফিফটি করেছিলেন এই ডানহাতি অলরাউন্ডার।
সারাবাংলা/জেটি
আবাহনী ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দ্রুততম ফিফটি পারভেজ হোসেন ইমন