Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারের ইংল্যান্ড অনন্য, চাপের মুখে স্পেন-পর্তুগাল


২৪ জুন ২০১৮ ২৩:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহিদ হাসান এমিলি

ইংল্যান্ড দলটাকে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারদের নিয়ে তৈরি করেছে কোচ। সবগুলো ফুটবলারই দুর্দান্ত। সেই ৬৬’র পর এ যাবত যত গুলো টিম নিয়ে বিশ্বকাপ এসেছে ইংল্যান্ড কোনটাকেই সেই অর্থে ফেভারিট বলা যায় না। তবে, এবার দুর্দান্ত খেলেই কিন্তু ফেভারিট তালিকায় উঠে এসেছে ইংল্যান্ডের নাম।

পানামার বিপক্ষে যেমন ৬-১ ব্যবধানের জয় পেয়েছে দলটি। এর আগে তিউনিশিয়ার সঙ্গে প্রথম ম্যাচেও জয় নিয়ে ভালো শুরু করেছে একবারের বিশ্বকাপ জয়ীরা। বিশেষ করে হ্যারিকেনের কথা বলবো। এ দলের মূল ফুটবলারই হ্যারিকেন। সে পাঁচ গোল করে ফেলেছে দুই ম্যাচেই। জেমি ভার্ডির মতো খেলোয়াড়কেও এই দলে সাবে খেলতে হয়। এই দলের স্টোনসের মতোও ডিফেন্ডার আছে যারা আসলে ম্যাচ ঘুরিয়ে দেয়ার সামর্থ রাখে।

বিজ্ঞাপন

লিঙ্গার্ড-স্টার্লিং-রাশফোর্ডরা সবাই স্টার। ইংলিশ প্রিমিয়ার লিগে এরা ফর্মে আছে। এদের নিয়ে দল যদি শিরোপাও পায় অবাক হওয়ার কিছু নেই। ম্যাচ উইনিং প্লেয়াররাও দারুণ করছে। দলের প্রত্যেকটা বিভাগেই দুর্দান্ত ফুটবলার আছে। এবং ভালো ফুটবল খেলছে।

এদিকে এবারের বিশ্বকাপে বড় দলগুলোকে ভোগাচ্ছে ছোট দলগুলো। জার্মানীকে সুইডেন ভুগিয়েছে। ব্রাজিলকে কোস্টারিকা ভুগিয়েছে। স্পেনকে ভুগিয়েছে ইরান। তো স্পেন আর পর্তুগাল কালকে চাপের মুখেই থাকবে বলবো। কারণ এখানে কোন দল যদি হেরে যায় তাহলে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার বড় আশঙ্কা আছে।

মরক্কোর সঙ্গে ড্র করলেই নক আউটের টিকেট কাটবে স্পেন। তবে, স্পেন যেভাবে ফুটবল উপহার দিচ্ছে মরক্কো তত বড় বাধা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা কম। হয়তো মরক্কো এক পয়েন্টের জন্য হলেও ন্যাগেটিভ ফুটবল খেলবে। তারপরেও স্পেনের পক্ষে ম্যাচ বের করে আনার জন্য ততটা ঘাম ঝড়াতে হবে যেটা ইরান ঝড়িয়েছে।

এই ইরানের সঙ্গে পর্তুগালকে খেলতে হবে গ্রুপ পর্ব নিশ্চিত করতেই। আক্ষরিক অর্থে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপক্ষেই খেলবে ইরান। কারণ রোনালদো দুই ম্যাচে চার গোল করে অসম্ভব ফর্মে আছে। এই ম্যাচটি আমি দেখছি ইরান বনাম রোনালদো হিসেবে। ইরান যেভাবে বাস পার্ক করে খেলে তারাও চাইবে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে। তবে মরক্কোর সাথে ইরান তিন পয়েন্ট নিয়েই কিন্তু গ্রুপ পর্বের আশায়ও আছে। বাস পার্ক আর রোনালদো বিশেষ মার্কিংয়ে রেখে জয় নিয়ে নক আউট পর্বে যেতে চাইবে দলটি। পর্তুগালকে শুধু ড্র করতে হবে। তাহলেই শেষ ১৬ নিশ্চিত। হারা যাবে না কোনও ভাবেই।

এদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই নিয়ে মাঠে নামবে টানা জয়ে থাকা রাশিয়া ও উরুগুয়ে। এই ম্যাচে আমি রাশিয়াকেই ফেভারিট হিসেবে ভোট দিবো। কারণ প্রথম দুই ম্যাচে ৮ গোল দিয়ে আয়োজকরা যে ফুটবল খেলেছে, অন্যদিকে উরুগুয়েও খুব ভালো ফুটবল প্রদর্শনী দেখাতে পারেনি। তাতে উরুগুয়েকে জিততে হলে নিজেদের সেরা ফুটবলটাই খেলতে হবে। গডিন-সুয়ারেজ-কাভানিদের পক্ষে সেটা সম্ভবও হতে পারে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর