Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশা বাঁচিয়ে রাখল দুর্দান্ত কলম্বিয়া


২৫ জুন ২০১৮ ০০:৫১ | আপডেট: ২৫ জুন ২০১৮ ১২:৫৭

।। সারাবাংলা ডেস্ক।।

গ্রুপ এইচ এর দুই দলই প্রথম ম্যাচ হেরেছিল। কলম্বিয়া-পোল্যান্ডের জন্য ম্যাচটা ছিল তাই এক অর্থে বাঁচামরার। সেই ম্যাচে কলম্বিয়া এমনভাবেই ফিরল, খড়কুটোর মতো উড়ে গেল পোল্যান্ড। ধ্রুপদী ফুটবল খেলেই পোল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে কলম্বিয়া বাঁচিয়ে রাখল পরের পর্বের আশা। আর বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেল পোল্যান্ডের।

প্রথমার্ধের শুরুতে কেউই খুব একটা সুবিধা করতে পারছিল না। অবশেষে ৩৯ মিনিটে এসে কলম্বিয়া পেল প্রথম গোলের দেখা। হুয়ান কুয়েন্তারোর কর্নার থেকে বল পেয়েছিলেন হামেস রদ্রিগেজ। বাঁ পায়ের আলতো করে বাড়ানো দারুণ ক্রসটা খুঁজে নেয় বার্সেলোনার তরুণ ডিফেন্ডার ইয়েরি মিনাকে। অত কাছ থেকে সুযোগটা হাতছাড়া করেননি মিনা, কলম্বিয়াকে প্রথমার্ধ শেষে এনে দিয়েছেন ১-০ গোলের লিড। পুরো অর্ধে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা হলেও সেভাবে গোলের পরিষ্কার সুযোগ পায়নি কেউই। ইয়েরি মিনার হেড ছিল পুরো প্রথমার্ধে পোস্টে একমাত্র শট।

৫২ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার দারুণ একটা সুযোগ পেয়েছিল কলম্বিয়া। কিন্তু কুয়াদ্রাদোর পাস থেকে বল পেয়ে শট পস্টে রাখতে পারেননি রাদামেল ফ্যালকাও।

৫৮ মিনিটে প্রথম বড় সুযোগ পেয়ে যায় পোল্যান্ড। পুরো ম্যাচে প্রায় নিষ্প্রভ রবার্ট লেভানডফস্কি একটা লম্বা বল পেয়ে সেটি নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন। কিন্তু তাঁর বাঁ পায়ের শট কাছ থেকে দারুণভাবে রুখে দেন কলম্বিয়া গোলরক্ষক ডেভিড অসপিনা।

৬৯ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি পেয়ে যায় কলম্বিয়া। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা কুয়েন্তারোর রক্ষণচেরা থ্রু এবার খুঁজে নেয় ফ্যালকাওকে। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে বলটা জালে জড়িয়ে দেন। ২০১৪ বিশ্বকাপে ফর্মের তুঙ্গে থেকেও চোটের জন্য খেলতে পারেননি ফ্যালকাও। আজ পেলেন বিশ্বকাপে নিজের প্রথম গোল।

বিজ্ঞাপন

৭৫ মিনিটে কলম্বিয়া ম্যাচের ভাগ্য নিয়ে যেটুকু অনিশ্চয়তা ছিল, সেটাও শেষ করে দিল। হামেসের দুর্দান্ত আরেকটি পাস খুঁজে নিল কুয়াদ্রাদোকে, দুর্দান্ত এক দৌড়ে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়িয়ে দিলেন।

৮৮ মিনিটে লেভানডফস্কি বিশ্বকাপে নিজের প্রথম গোলটা পেয়েই গিয়েছিলেন। কিন্তু বক্সের বাইরে থেকে তাঁর গোলার মতো শট দারুণভাবে সেভ করেছেন অসপিনা।

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর