লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটি কাদের?
৬ এপ্রিল ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৮:৫০
মাত্র ১৫ বলে তিন চার ও ছয় ছক্কায় লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড ছুঁয়েছেন পারভেজ হোসেন ইমন। আজ (রবিবার) বিকেএসপির তিন নম্বর মাঠে ফরহাদ রেজার ১৮ বলে গড়া ডিপিএল তথা বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের রেকর্ড ভেঙেছেন আবাহনীর এই বাঁহাতি ওপেনার। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে আজ ছোট লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ২৩ বলে ৬১* রান করেন ইমন। সব মিলিয়ে যুগ্মভাবে লিস্ট ‘এ’ ক্রিকেটের চতুর্থ দ্রুততম ফিফটির মালিক হয়েছেন তিনি।
ইমনের আগে বাংলাদেশের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল ফরহাদ রেজার। ২০১৯ সালের ডিপিএলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রাইম দোলেশ্বরের হয়ে মাত্র ১৮ বলে ফিফটি ছুঁয়েছিলেন ফরহাদ। ৬ বছর পর ফরহাদের চেয়ে চার বল কম খেলে সেই রেকর্ড নিজের করে নিলেন ইমন।
তবে সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটের বিশ্ব রেকর্ডে দ্রুততম ফিফটির রেকর্ডটা রয়েছে সাবেক শ্রীলংকান ব্যাটার কৌশল্য বীরারত্নের দখল। ২০০৫ সালে শ্রীলংকার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে কুরুনেগালের বিপক্ষে ১২ বলে ফিফটি করেন তিনি।
তালিকার দ্বিতীয় স্থানে আছেন শ্রীলংকার আরেক ক্রিকেটার থিসারা পেরেরা। ২০২১ সালে শ্রীলংকা আর্মি স্পোর্টস ক্লাবের জার্সিতে ব্লুমফিল্ড ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাত্র ১৩ বলে বিধ্বংসী এক ফিফটি করেন বাঁহাতি এই অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফরম্যাটে খেলা রোরি ক্লেইনভেল্ডট কোয়াজুলু নাটালের বোলারদের পিটিয়ে ২০১১ সালে ১৪ বলে ফিফটি করেছিলেন। ২০১১ সালে ওয়েস্টার্ন প্রভিন্সের হয়ে এই রেকর্ড গড়েন তিনি।
পারভেজ ইমনকে নিয়ে এই তালিকার চতুর্থ স্থানে আছেন মোট তিন ব্যাটার। সাবেক ইংলিশ অলরান্ডার অ্যাডাম হোলিওক ১৯৯৪ সালের সারের হয়ে ইয়র্কশায়ারের বিপক্ষে ১৫ বলে ফিফটি করেছিলেন। বীরারত্নের আগে এই রেকর্ড টিকে ছিল ১১ বছর। ২০০৫ সালে তাকে ছুঁয়ে ফেলেন সাবেক পাকিস্তানি ব্যাটার সালমান বাট। লাহোর ঈগলসের বিপক্ষে ন্যাশনাল ব্যাংকের হয়ে ১৫ বলে ফিফটি করেন এই বাঁহাতি ব্যাটার।
সারাবাংলা/জেটি
ডিপিএল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ পারভেজ হোসেন ইমন ফরহাদ রেজা