কোহলিদের বিপক্ষে ম্যাচ দিয়েই ফিরছেন বুমরাহ
৬ এপ্রিল ২০২৫ ১৯:২০
পিঠের চোটে তিন মাস ধরে মাঠের বাইরে জাসপ্রিত বুমরাহ। বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে চোট পেয়ে খেলতে পারেননি চ্যাম্পিয়নস ট্রফিতেও। তাকে ছাড়াই চলতি আইপিএলে প্রথম চার ম্যাচে খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সের অনুমতি পেয়ে গতকাল যোগ দিয়েছেন দলের সাথে।
এরপর আজ সংবাদ সম্মেলনে মুম্বাই কোচ মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন, আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে তিন মাসের অধিক সময়ের পর ক্রিকেটে ফিরছেন বুমরাহ।
বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের আগে বুমরাহকে নিয়ে জয়াবর্ধনে বলেন, ‘বুমরাহ আজ অনুশীলন করেছে সবার সাথে, ম্যাচ খেলার জন্য প্রস্তুতও আছে। গত রাতে দলের সাথে এসে যোগ দিয়েছে, ন্যাশনাল ক্রিকেট একাডেমি থেকে অনুমতি পাওয়ার পর। আমাদের ফিজিও ওর দেখভাল করছে। আজকে বোলিং করেছে পুরো ছন্দে। তো সবকিছু ঠিকঠাকই আছে, আগামীকাল সে খেলবে আশা করি।’
বুমরাহকে ছাড়া চার ম্যাচ খেলার পর মাত্র একটিতে জিতেছে মুম্বাই, হেরেছে তিনটিতে, আছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে।
সারাবাংলা/জেটি