Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ মাস পর মাঠে ফিরে চমকে দিলেন নাসির

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৩:০৫

নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট থেকে দীর্ঘদিন নিষিদ্ধ ছিলেন নাসির হোসেন। নিষেধাজ্ঞা কাটিয়ে আজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলতে নেমেছে নাসির। ফিরেই বুঝিয়ে দিলেন, জং ধরেনি তার ক্রিকেটে।

২০ মাস পর ক্রিকেটে ফিরা নাসির ডিপিএল খেলছেন রূপগঞ্জ টাইগার্সের হয়ে। আজ প্রথম দিন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ ওভার বোলিং করেছেন নাসির। তাতে মাত্র ৩১ রান খরচ করে নিয়েছেন একটি উইকেটও।

বিজ্ঞাপন

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন নাসির। তার বিরুদ্ধে অভিযোগ ছিল টি-টেন লিগ খেলার সময় আইফোন ‘উপহার’ পাওয়ার বিষয়টি গোপন করেছিলেন তিনি। যাতে ২০২৩ সালে নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি।

সময় শেষ হওয়ার আগেই নাসির ক্রিকেটে ফিরতে পেরেছেন আইসিসির দেওয়া সব শর্ত পূরণ করেছেন বলে। নাসিরের ‘মুক্তি পাওয়া’ নিয়ে এক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার সময় আইসিসির দেওয়া সব শর্তই পূরণ করেছেন নাসির হোসেন। এর মধ্যে ছিল বাধ্যতামূলক দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া। এ কারণেই ২০২৫ সালের ৭ এপ্রিল থেকেই ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন।

একটা সময় বাংলাদেশ জাতীয় দলের অপরিহায্য সদস্য নাসির বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলেছেন। সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৮ সালের জানুয়ারিতে।

সারাবাংলা/এসএইচএস

নাসির হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর