জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়তে চায় না ক্লাবগুলো
৭ এপ্রিল ২০২৫ ১৪:০১
সামনেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের আগে লম্বা একটা ক্যাম্প করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে লম্বা ক্যাম্পের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের এতো আগে ছাড়তে চায় না ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দলগুলো।
এই মুহূর্তে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলছেন বাংলাদেশি ক্রিকেটাররা। অনেকদিন ধরেই রঙিন পোশাকের ক্রিকেট নিয়ে ব্যস্ত ক্রিকেটাররা। বিপিএল, তারপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে এখন ডিপিএল চলছে। টানা রঙিন পাশাকের ক্রিকেট খেলেছে বলে টেস্ট সিরিজের আগে বড় একটা ক্যাম্প করার পরিকল্পনা বিসিবির। তাতে আপত্তি ডিপিএলের দলগুলোর।
এ বিষয়ে বিসিবির কাছে আবেদনও করেছে দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব মোহামেডান ও আবাহনী। এই দুই ক্লাবে জাতীয় টেস্ট দলের বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। আবাহনীতে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুমিুনল হক, নাহিদ রানার মতো ক্রিকেটাররা। আর মোহামেডানে আছেন মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম ও তাইজুল ইসলামরা।
প্রথম টেস্ট শুরুর ১০ দিন আগে ক্যাম্প শুরু করার পরিকল্পনা বিসিবির। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ২০ এপ্রিল। সে হিসেবে ১০ এপ্রিল ক্যাম্প শুরু হওয়ার কথা। কিন্তু ১২ তারিখের আগে ক্রিকেটারদের ছাড়তে চায় না ক্লাবগুলো।
১২ এপ্রিল ডিপিএলে নিজেদের মধ্যে মুখোমুখি হবে আবাহনী-মোহামোডান। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে এই দুই দল। শিরোপার লড়াই জমে উঠার কথা এই দুই দলের মধ্যেই। ফলে ১২ তারিখ ম্যাচে তারকা ক্রিকেটারদের ধরে রাখার ব্যাপারে সব চেষ্টাই করছে ক্লাব দুটি।
সারাবাংলা/এসএইচএস