Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোচ বাটলারের সাথে ‘বিদ্রোহী’ ফুটবলারদের বৈঠক

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৬:৫৬

জিম সেশনে বাংলাদেশের নারী ফুটবলাররা

বিভিন্ন অভিযোগ তুলে সাবিনা খাতুন-মাসুরা পারভীন-সহ মোট ১৮ ফুটবলার বয়কট করেছিলেন কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন। এমনকি হুমকিও দিয়েছিলেন, বাটলারেরর অধীনে খেলতে বাধ্য করা হলে গণ অবসরে যাবেন তারা। তবে গত ১৬ ফেব্রুয়ারি বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, সেই  বিদ্রোহের ইতি টেনেছেন বিদ্রোহী ফুটবলাররা। অনুশীলনে ফিরতেও রাজি তারা।

কিন্তু আজ (সোমবার) শুরু হওয়া প্রস্ততি ক্যাম্পে বাটলারের অধীনে অনুশীলন করেননি কেউই, তবে অংশ নিয়েছেন জিম সেশনে। অবশ্য দীর্ঘদিন পাল্টাপাল্টি অভিযোগের পর আজ বিদ্রোহে অংশ নেয়া অধিকাংশ ফুটবলারের সাথে বৈঠক করেছেন কোচ বাটলার। ১৮ বিদ্রোহী ফুটবলারের মধ্যে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন বর্তমানে ভুটানে অবস্থান করছেন নারী ফুটবল লিগে খেলতে।

বিজ্ঞাপন

বাফুফে সূত্রে জানা গেছে, ৪০  মিনিট বৈঠক হয়েছে বাটলার ও বাকি ১৩ ফুটবলারের। তহুরা খাতুন এখনও যোগ দেননি ক্যাম্পে। জানা গেছে, নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে ফুটবলারদের সাথে কথা বলেছেন বাটলার। যদিও সেখানে দুই পক্ষই পরস্পরকে দোষারোপ করেছে। কিন্তু আশার খবর, এই ১৩ জন বাটলারের অধীনে আগামীকাল থেকে অনুশীলনে ফিরতে ইচ্ছুক।

এর আগে জিম সেশনে অংশ নেন মোট ৩১ ফুটবলার। বাফুফের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৩৬ ফুটবলারের বাকি পাঁচজন এখনও যোগ দেননি ক্যাম্পে।

এদিকে সিনিয়রদের ছাড়াই গত মার্চে আরব আমিরাত সফরে গিয়েছিলেন বাটলার। তুলনামূলক তরুণ দল নিয়ে খেলা দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। যদি বিদ্রোহ ঘোষণা করা ফুটবলাররা আবার অনুশীলনে ফেরেন, তাহলে আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য পূর্ণশক্তির স্কোয়াডই পাবেন বাটলার।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

পিটার বাটলার বাফুফে বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশ ফুটবল সাবিনা খাতুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর