Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনের মুক্তির প্রার্থনা তাসকিন-মিরাজদের

স্পোর্টস ডেস্ক
৭ এপ্রিল ২০২৫ ১৯:০৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, মরক্কো, তুরস্ক-সহ আরও অনেক দেশ ফুঁসে উঠেছে। এই দেশগুলোতে আজ (সোমবার) পালন হচ্ছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি। ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। এমনকি ডাক এসেছে বিভিন্ন কর্মপ্রতিষ্ঠানেও কাজ বর্জনের। সবাই একত্রিত হয়েছেন গাজায় গণহত্যা বন্ধের প্রতিবাদে। বাদ নেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকারাও।

বিজ্ঞাপন

তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের সাথে ফিলিস্তিনবাসীর মুক্তির জন্য সংহতি জানিয়েছেন জামাল ভূঁইয়ারাও। এজন্য তারা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টগুলোকে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে তাসকিন আহমেদ লেখেন, ‘একজন মানুষ ও মুসলমান হিসেবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি। শান্তি, ন্যায়বিচার ও মানবতার জয় হোক এই প্রার্থনা।’

জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ যুদ্ধ বিধ্বস্ত গাজার ছবি পোস্ট করে লিখেছেন, ‘গা’জার আকাশ আজও বারুদের গন্ধে ভারী। গা’জার আকাশ আজ অন্ধকার, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি, নিস্তব্ধ শিশুরা কাঁদছে নিঃশব্দে। প্রতিটি কান্না প্রতিধ্বনিত হচ্ছে আমাদের হৃদয়ে। আসুন, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ মিলাই, নির্যাতিতদের পাশে দাঁড়াই, আর গা’জার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করি।

হে আল্লাহ, নির্যাতিতদের ধৈর্য দিন, গা’জাকে শান্তি ও নিরাপত্তা দিন। হে পরাক্রমশালী আল্লাহ, গা’জাকে হেফাজত করুন, অসহায়দের সহায়তা করুন। আপনি সর্বশক্তিমান।’

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, গাজাবাসীকে নিজেদের হৃদয়েই ধারণ করছে সবাই। ফিলিস্তিনের সঙ্গে বিশ্বকাপের প্রাক বাছাই ম্যাচের একটি মুহূর্তের ছবি পোস্ট করে এই মিডফিল্ডার লেখেন, ‘তোমার আমাদের হৃদয়েই আছো। ভালো দিনের জন্য প্রার্থনা করছি।’
কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া মাহমুদউল্লাহ রিয়াদ নিজের ফেসবুক পেজে ২৩ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও পোস্ট করে সবাইকে আহ্বান জানান, আগামী ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা’ অনুষ্ঠানে যোগ দেয়ার।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

গাঁজা গাজা ইসরায়েল যুদ্ধ জামাল ভূঁইয়া তাসকিন আহমেদ মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম মেহেদী হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর